কলকাতা: কয়লা পাচার কাণ্ডে মন্ত্রী মলয় ঘটককে জেরা করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ তাই রাজ্যের আইনমন্ত্রীকে তলব করল ইডি৷ সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, মলয় ঘটককে জেরা করতে চেয়ে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ আগামী ১৪ সেপ্টেম্বর দিল্লির ইডি অফিসে এসে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে৷
রাজ্যের একাধিক দুর্নীতি মামলার তদন্তে নেমেছে সিবিআই-ইডি৷ ওই সব কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তৃণমূল নেতা-নেত্রীদের৷ বৃহস্পতিবার নারদ মামলায় চার্জশিট জমা দেয় ইডি৷ তাতে উল্লেখ রয়েছে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতাদের নাম৷ নারদের পাশাপাশি কয়লা পাচার কাণ্ডের তদন্তভার হাতে পেয়েছে ইডি৷ সেই মামলার তদন্তে নেমে একাধিক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় এজেন্সি৷
আরও পড়ুন: ৩ সপ্তাহ সময় চাইল সেনা, কাটতে পারে জোকা-বিবাদি বাগ মেট্রো জট
কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরার৷ গতকাল বৃহস্পতিবার দিল্লির ইডি অফিসে হাজিরা দিতে যাওয়ার কথা ছিল অভিষেক-পত্নীর৷ কিন্তু করোনার কারণ দেখিয়ে এই সময় দিল্লি যাওয়া তাঁর নিরাপদ মনে হয়নি৷ চিঠি পাঠিয়ে ইডিকে সেকথা জানিয়ে দেন তিনি৷ তবে ইডি আধিকারিকরা কলকাতায় এসে জেরা করতে চাইলে কোনও আপত্তি তাঁর নেই বলেই জানান৷
এদিকে আগামিকাল শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লির ইডি অফিসে তলব করা হয়েছে৷ বৃহস্পতিবার দুপুরেই তিনি দিল্লি উড়ে যান৷ ইডির কর্তাদের জেরার মুখোমুখি হতেই দিল্লি গেলেন কিনা তা জানা যায়নি৷