মুম্বই: মুম্বইয়ে বিরোধী জোটের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) বিরোধিতায় গর্জে উঠলেন প্রবীণ রাজনীতিক লালুপ্রসাদ যাদব (Laluprasad Yadav)। সাংবাদিক সম্মেলনে তিনি বললেন, আমি রাহুল গান্ধীকে আশ্বস্ত করে বলতে চাই, আমরা সবাই একজোট হয়ে লড়ব। এবার আসন ভাগাভাগির কাজ শুরু হবে। নিজের ক্ষতি হলেও আমরা ইন্ডিয়াকে জেতাব।
লালু আরও বলেন, আমি কিডনি প্রতিস্থাপন করেছি। আমার মেয়ে কিডনি দিয়েছে। আমার ৫-৬টা অপারেশন হয়েছে। আপনাদের আশীর্বাদে বেঁচে আছি। মোদিজিকে ক্ষমতাচ্যুত করবই। মোদিজি শুনে রাখুন, গুজরাতে দাঙ্গার সময় থেকে আমি আপনার বিরুদ্ধে লড়ছি। মোদির প্রবেশ নিষিদ্ধ হয়ে গিয়েছিল বিদেশে। আমি তখন বলেছিলাম, মোদিকে গ্রেফতার করো।
আরও পড়ুন: লোকসভায় জোট বেঁধে লড়াই, আসন সমঝোতা এ মাসেই
এদিন লালুপ্রসাদ যাদব বলেন, আমরা সবাই আলাদাভাবে লড়ছিলাম। তাই মোদি এগিয়ে যাচ্ছিল। আমরা একজোট ছিলাম না। তার সুবিধা নিয়েছেন মোদি। এবার তা হবে না। সবাই জানে দেশে কী হচ্ছে। দেশে দারিদ্রতা বাড়ছে। মুদ্রাস্ফীতি হচ্ছে। সবজির দাম বাড়ছে। আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে একসঙ্গে লড়ব। এই সরকার কত মিথ্যা বলে ক্ষমতায় এসেছিল জানেন। আমার নামে আরও কয়েকজনের নামে বলেছিলেন সুইস ব্যাঙ্কে আমাদের টাকা রয়েছে। মোদিজি বলেছিলেন উনি ক্ষমতায় এলে সুইস ব্যাঙ্ক থেকে টাকা ফিরিয়ে আনবেন। সেখান থেকে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে দেবেন। অ্যাকাউন্ট খুলেছিলাম এক টাকাও আসেনি। আমার সাত মেয়ে, দুই ছেলে ও স্ত্রী মিলে ১১ জনের হয়। কারোর অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা আসেনি।