নয়াদিল্লি : আগেই দেশের নানা প্রান্তে সমালোচনার ঝড় তীব্র হয়েছিল ৷ বার বার অভিযোগ উঠছিল যোগী আদিত্যনাথের ভূমিকা নিয়ে ৷ কী ভাবে উত্তর প্রদেশ পুলিশ লখিমপুর খেরির তদন্ত করছে, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল ৷ এবার লখিমপুর খেরির ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট ৷ সরকারের পাশাপাশি যোগী পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শীর্ষ আদালত ৷ কেন মূল অভিযুক্ত আশিস মিশ্রকে এখনও গ্রেফতার করা হল না, তা নিয়েও প্রশ্ন তোলের প্রধান বিচারপতি এনভি রমাণা ।
আজ লখিমপুর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। মামলা শোনেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রমাণা । তখনই যে ভাবে এমন একটি ঘটনার তদন্ত চলেছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি ৷ আদালত স্পষ্ট জানায়, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ৷ রাজ্য সরকার এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিচারপতির উপলব্ধি,“আমরা দেশের সাধারণ মানুষের কাছে কী বার্তা দিচ্ছি ৷”
মামলার পরবর্তী শুনানি 20 অক্টোবর ৷ সেই প্রসঙ্গ তুলে রাজ্য পুলিশের ডিজির প্রতি প্রধান বিচারপতির বার্তা, তদন্তের স্বার্থে সব তথ্য-প্রমাণ সংরক্ষিত রাখার ব্যবস্থা করুন ৷ কেন অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্ন তুলে, যোগী পুলিশকে শীর্ষ আদালতের প্রশ্ন, অন্যান্য খুনের তদন্তের ক্ষেত্রেও কী অভিযুক্তকে এত সময় দেওয়া হয় ?
আরও পড়ুন : লখিমপুরের ঘটনার নিন্দা করার জন্যই আয়করের হানা, কেন্দ্রকে তোপ শরদের
প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের গাড়ির ধাক্কায় লখিমপুরে চার কৃষকের মৃত্যুর অভিযোগ নিয়ে উত্তাল উত্তর প্রদেশ-সহ গোটা দেশের রাজনীতি। ওই ঘটনায় ওই চার কৃষক-সহ মোট আট জনের মৃত্যু হয়েছে । ঘটনার তদন্ত নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে । পুলিশের তরফে জানানো হয়েছে, গাড়ির ধাক্কার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । এখনও পর্যন্ত ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। হাই কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছে যোগী সরকার। এই পরিস্থিতিতে লখিমপুরের ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে ।
আরও পড়ুন : লখিমপুরের ঘটনায় কতজন গ্রেফতার, ২৪ ঘণ্টার মধ্যে যোগী সরকারকে জানাতে বলল সুপ্রিম কোর্ট