কলকাতা: রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে (C V Ananda Bose) বেনজির আক্রমণ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh)। রাজ্যপালকে বিজেপির দালাল বলে তিনি অভিহিত করলেন। বৃহস্পতিবার তিনি বলেন, রাজ্যপাল পঞ্চায়েত ভোটে দাঁড়ান। বাক্স গুছিয়ে রাখুন। ১১ জুলাই পঞ্চায়েত ভোটের ফল বেরনোর পর আপনাকে বাংলা ছেড়ে চলে যেতে হবে। উল্লেখ্য, এদিনই রাজ্য নির্বাচন কমিশনার সামগ্রিক দায়িত্ব পালনে ব্যর্থ বলে অভিযোগ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Anand Bose)। পঞ্চায়েত ভোটের ৪৮ ঘণ্টা আগে বৃহস্পতিবার রাজভবন থেকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে (State Election Commissioner Rajeev Sinha) রাজধর্ম পালনের বার্তা দেন।
তাঁর উদ্দেশ্যে রাজ্যপাল বলেন, আপনি মানুষের আর্তি শুনুন। গ্রাউন্ড জিরোতে যান। সাধারণ মানুষের কান্না আমি বিভিন্ন জায়গায় গিয়ে শুনেছি। আমি রাজভবনে রাজধর্ম পালনের জন্য বসে আছি। কমিশনারের প্রতি তাঁর আরও পরামর্শ, আপনি দ্রোণাচার্য হয়ে উঠুন। অশ্বথামা হবেন না। এদিন সাংবাদিক বৈঠকে রাজ্যপাল কমিশনারের প্রতি কার্যত অনাস্থা প্রকাশ করেছেন। তাঁর আরও মন্তব্য, আপনাকে আমি নিয়োগ করেছিলাম। আপনি আমাকে এবং রাজ্যবাসীকে হতাশ করেছেন। আপনাকে বলছি এখনও সময় আছে, অ্যাক্শন নিন। যে ভাষায় তিনি এদিন রাজ্য নির্বাচন কমিশনারকে বিঁধলেন তাও রীতিমতো নজিরবিহীন বলে মনে করছে প্রশাসনিক মহল। এই প্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ আক্রমণ শানিয়েছেন রাজ্যপালকে।
এর আগে পঞ্চায়েত ভোট নিয়ে বাংলায় যে অশান্তি ও সংঘর্ষের মতো ঘটনা ঘটে চলেছে, তা ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করার কথা জানিয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই কথার প্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, উনি কী সময় বেঁধে দেবেন। রাজ্যপালকে আমরা সময় বেঁধে দিচ্ছি। ১১ জুলাই কাউন্টিং পর্যন্ত যদি নিজেকে সংশোধন না করতে পারেন, তাহলে ফল প্রকাশের পর বাংলার যে প্রান্তে যাবেন কালো পতাকা দেখানো হবে বলে হুঁশিয়ারি।