কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ৬ দিন পর অবশেষে ধরা পড়ল কুলতলির বাঘ (Kultali Tiger)। ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় বাঘটিকে। বাঘটির পায়ের নীচে ও কাঁধে ছোঁড়া হয় গুলি। বন দফতরের জালে বন্দি দক্ষিণরায়। দূর থেকে নজরদারি চালাচ্ছেন বনকর্মীরা।
সকাল থেকেই জলকামান দিয়ে বাঘটিকে বিব্রত করা হচ্ছিল। ফাটানো হয় পটকাও। যাতে ফাঁকা জায়গায় আনা যায় বাঘটিকে। অবশেষে ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয় তাকে লক্ষ্য করে। বাগে আসে রয়্যাল বেঙ্গল টাইগার। ঘটনাস্থলে রয়েছেন বন কর্মীরা এবং চিকিৎসক।
বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, অবশেষে কাবু হয়েছে কুলতলির বাঘ। ঘুমপাড়ানি গুলিতে কাবু করা গিয়েছে। বন্য পশু হাসপাতালে ভর্তি করে তাকে পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বাঘটিকে। এমনিতেই রয়্যাল বেঙ্গল অত্যন্ত ভয়ঙ্কর। তার উপর কয়েকদিন ধরে না খেয়ে থাকায় সে আরও হিংস্র হয়ে উঠেছে।
আরও পড়ুন Kultali Tiger: ‘বাঘবন্দি’ খেলায় ব্যর্থ বন দফতর, গর্জন শুনে পালাতে গিয়ে জখম
ঘুমপাড়ানি গুলিতে কাবু রয়্যাল বেঙ্গল টাইগার
গত বৃহস্পতিবার গরানকাঠি ৫ নম্বর এলাকায় মাছ ধরতে গিয়ে বাঘের ছাপ দেখতে পান দুই মৎস্যজীবী৷ বন দফতরকে খবর দেন তাঁরা৷ বন দফতরের কর্মীরা এসে জাল দিয়ে মাতলা নদী লাগোয়া ম্যানগ্রোভ জঙ্গল ঘিরে দেন৷ টোপ দিয়ে বাঘ ধরতে পাতা হয় তিনটি খাঁচাও৷ তাঁর পরই বাঘের গতিবিধির ওপর নজর রেখেছিলেন বন কর্মীরা।
দক্ষিণরায়ের আতঙ্কে ভয়ে কাঁটা হয়েছিল কুলতলির মানুষ৷ খবর পেয়েই বাঘ ধরতে জাল বিছিয়েছিলেন বন দফতরের (Forest Department) কর্মীরা৷ গত ৫ দিন ধরে লাগাতার তল্লাশি চালাচ্ছিলেন তাঁরা। সবশেষে ‘শিকারি’ নামিয়ে মঙ্গলবার সকালে বাঘটিকে কাবু করা সম্ভব হয়।
আরও পড়ুন Kultali Tiger: বাঘের আতঙ্কে কুলতলি কেল্লায় বন্ধ পর্যটকদের পিকনিক