আপনারা খবর পড়েন, দেখেন এবং কলকাতা টিভির পডকাস্ট পডকাতে খবর শোনেনও। কিন্তু এবার খবর শুধু আর খবর নয়, যা আপনাকে ভাবাবে, অনুভব করাবে এবং আনন্দও দেবে, এমনকি জিভে জলও এনে দেবে।
কী, একটু বুঝতে অসুবিধা হচ্ছে?
তাহলে আজ থেকে ফলো করুন কলকাতা টিভির ২টো ফেসবুক পেজ, ইউটিউব এবং ইনস্টাগ্রাম পেজ আর আমাদের ডিজিটাল ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্ট, তাই ডেইলি হান্টেও আপনি আমাদের নতুন শো, যা আজ থেকে শুরু হচ্ছে – টক অন ফ্যাক্টস প্রতি সোম থেকে শুক্রবার ঘড়ির কাঁটায় ঠিক ৭টায় দেখতে পাবেন।
তাহলে আজকে প্রথম টপিক কী বলুন তো?
আপনারা কিন্তু সেই খবর জানেন, কলকাতা টিভি-ই আপনাদের দেখিয়েছে। কিন্তু এবার কিছু প্রশ্ন আপনাদের বলব, সেগুলো একটু ভেবে দেখবেন প্লিজ!