কলকাতা: সোমবার মাঝরাতে কলকাতা টিভির সম্পাদক কৌস্তুভ রায়কে গ্রেফতার করেছে ইডি। কলকাতা টিভির প্রতিবাদী কণ্ঠরোধ করার জন্যই কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে এই কাণ্ড করেছে বলে অভিযোগ। মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরনোর সময় সাংবাদিকদের প্রশ্নে কৌস্তুভ রায় বলেন, আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। চ্যানেলের বিজ্ঞাপনের জন্য টাকা নিয়েছিলাম। সমস্ত কাগজপত্র ইডি-কে দেখিয়েছি। অন্যায়ভাবে আমি কোনও টাকা নিইনি। এখানে প্রভাবশালীর কোনও ব্যাপার নেই। সবাই সবার সঙ্গে কথা বলেন।
এর আগে কখনও সিবিআই, কখনও ইডি, আবার কখনও আয়কর দফতরকে দিয়ে কলকাতা টিভির সমস্ত অফিসে তল্লাশি চালানো হয়েছে। সম্পাদকের বাড়িতে পর্যন্ত হানা দিয়েছে বিভিন্ন এজেন্সি। তাঁর বৃদ্ধ বাবা, মাকে পর্যন্ত জিজ্ঞাসাবাদের নামে হেনস্তা করা হয়েছে। কিন্তু সেই সব তল্লাশিতে তারা কিছুই পায়নি। গত বছর টানা প্রায় চারদিন কলকাতা টিভির সব দফতরে আয়কর দফতর অভিযান চালায়। কর্মীদেরও তখন হেনস্তার শিকার হতে হয়েছিল। এমনকী কলকাতা টিভির সম্প্রচারেও বাধা দেওয়ার চেষ্টা চলে। সংস্থার কয়েকজন পদস্থ কর্তার বাড়িতে গিয়ে তল্লাশি করা হয়। কলকাতা টিভি তা নিয়ে মামলাও করেছে। সেই মামলা এখনও বিচারাধীন। তার মধ্যেই একটি চিটফান্ড সংক্রান্ত মামলায় সম্পাদককে গ্রেফতার করা হল।
আরও পড়ুন: Kolkata Tv | ফের কলকাতা টিভির সম্প্রচার বন্ধের চক্রান্ত কেন্দ্রের
আসলে কলকাতা টিভি বন্ধ করার জন্য কেন্দ্রের বিজেপি সরকার আদাজল খেয়ে লেগেছে। কারণ কলকাতা টিভি সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। বিজেপি সরকারের জনবিরোধী নীতির সমালোচনা করে। তাদের ভুলগুলি চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। তাই বিজেপির এত গাত্রদাহ কলকাতা টিভির উপর। যদিও বিজেপির বা কেন্দ্রীয় সরকারের ভালো কাজের প্রশংসা আমরা নির্দ্বিধায় করি। বিজেপি নেতা, মন্ত্রীদের খবর আমরা সম্প্রচার করি। কিন্তু সম্পাদকীয় নীতির ব্যাপারে আমরা কখনও আপস করি না। কী রাজ্য সরকার, কী কেন্দ্রীয় সরকার, সকলেরই খবর আমরা নিরপেক্ষ ভাবে সম্প্রচার করি। অতীতেও দেখা গিয়েছে, বিজেপি সরকার জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে কলকাতা টিভির সম্প্রচার বন্ধ করার চক্রান্ত করেছে। আমরা তখনও প্রতিবাদ করেছি। এখনও করে যাব। সম্পাদককে গ্রেফতার করে কলকাতা টিভির কন্ঠ রোধ করা যাবে না। সংস্থা নিশ্চয়ই এ ব্যাপারে আইনি লড়াই চালাবে। তবে একটা কথা আমরা পরিষ্কার জানিয়ে দিতে চাই, কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।