কলকাতা: তীব্র গরমে আপাতত স্বস্তির খবর দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দেখা মিলবে কালবৈশাখীর। আবহাওয়া অফিস জানিয়েছে, এদিনই মরশুমের প্রথম কালবৈশাখীর সাক্ষী হতে পারে কলকাতা। যার ফলে শহর এবং শহরতলীতে গুমোট গরমের হাত থেকে রেহাই মিলবে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
কলকাতায় তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা নেই আগামী কয়েকদিন। বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ থাকবে কলকাতায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বিকেলের পর কালবৈশাখীর সম্ভাবনা। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮৬ থেকে ৮৮ শতাংশ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, এদিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গে কাটফাটা রোদ হলেও উত্তরবঙ্গে একটানা বৃষ্টিপাত চলছে গত কয়েকদিন ধরে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে আজও সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তবে আজ কিছুটা কমবে বৃষ্টি। শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি।
উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি চলবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। এদিকে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব-সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে তাপপ্রবাহ কিছুটা কমবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা তাপমাত্রা কমবে। তাপপ্রবাহ জারি থাকবে মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, রাজস্থান সহ গুজরাটের কিছু অংশে।
দক্ষিণবঙ্গে কাটফাটা রোদ হলেও উত্তরবঙ্গে একটানা বৃষ্টিপাত চলছে গত কয়েকদিন ধরে। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে আজও সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। তবে আজ কিছুটা কমবে বৃষ্টি। শুক্রবার থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে। সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি।
উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি চলবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। এদিকে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব-সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে তাপপ্রবাহ কিছুটা কমবে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিছুটা তাপমাত্রা কমবে। তাপপ্রবাহ জারি থাকবে মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, রাজস্থান সহ গুজরাটের কিছু অংশে।