কলকাতা: এগরার খাদিকুলে বেআইনি বাজি (Firecracker) কারখানার রেশ কাটতে না কাটতেই বিস্ফোরণে (Blast) কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার বজবজ (Budge Budge)। রবিবার সন্ধ্যায় মহেশতলায় এক বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তিন জনের মৃত্যুর খবর মিলেছে। কিন্তু বিস্ফোরণের ভয়াবহতা দেখে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যাটা বাড়তে পারে বলে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল দুটি ইঞ্জিন।
রবিবার সন্ধ্যায় মহেশতলার একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। বাড়ির দোতলায় বিস্ফোরণ ঘটে। ঘটনায় এক জন শিশু সহ তিন জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে, পম্পা হাটি ও জয়শ্রী হাটি। ঘটনার পর তাঁদের উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক জন। বাড়িটিতে বাজি তৈরির কাজ চলত বলে স্থানীয়দের দাবি। উপরের ঘরে গুদামে বাজি রাখা হতে বলে খবর।
আরও পড়ুন: Stadium Bulletin | স্বপ্নের উড়ানে রিঙ্কু সিং! কেকেআর ম্যানেজমেন্টকে কড়া বার্তা মোহনবাগানের
এলাকার লোকজন জানান, ভরসন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। বাড়িটিতে বাজি তৈরির কাজ চলত বলে অনুমান স্থানীয়দের। উপরের ঘরে গুদামে বাজি রাখা হতে বলে খবর। দমকলের কর্মীরা ঘটনাস্থলে এলেও রাস্তা অতিরিক্ত সরু হওয়ায় দমকলের ইঞ্জিনগুলিকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে স্থানীয়দের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে পৌঁছান ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায়। বিষয়টি খতিয়ে দেখছেন তিনি।
গত ২১ মার্চ মহেশতলা পুরসভার পুটখালি মণ্ডলপাড়ায়ও বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছিল। সেখানেও ঘটনাস্থলে তিনজন মারা যান। গত সপ্তাহেই পূর্ব মেদিনীপুরের এগরায় এক বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। এখনও অবধি ১২ জন মৃত্যু হয়েছে।