কলকাতা: রাতের শহরে নিগৃহীতা হলেন মধ্য কলকাতার একটি পানশালার গায়িকা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ওই গায়িকা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। পুলিশ এসে আব্দুল রশিদ নামে পানশালার ওই ম্যানেজারকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন- মেয়াদ শেষ রক্ষাকবচের, গ্রেফতার হতে পারেন বিজেপি নেতা জয়প্রকাশ
ধৃত ম্যানেজারকে বুধবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ম্যানেজারের বিরুদ্ধে গোপন জবানবন্দি দেওয়ার জন্য আদালতে যাবেন পানশালার ওই নিগৃহীতা গায়িকা।
আরও পড়ুন- কলকাতার কেউ আফগানিস্তানে আটকে নেই, নবান্নকে জানিয়ে দিল লালবাজার
তদন্ত করে পুলিশ দেখেছে, অভিযুক্ত ম্যানেজার ওই গায়িকার পূর্ব পরিচিত। মধ্য কলকাতার হেয়ার স্ট্রিটের একটি পানশালায় একসঙ্গে কাজ করে তারা। সেখানে বিভিন্ন গানের অনুষ্ঠানে গায়িকাদের সুযোগ করে দেয় অভিযুক্ত ম্যানেজার।
ঘটনায় জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পানশালায় গান শেষ করে বাড়ি যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন গায়িকা। সেই সময় ম্যানেজার তার সামনে এসে কটুক্তি করে। অভিযোগ, গায়িকাকে নিগ্রহ করা হয়। ঘটনার পর রাস্তার উপরেই চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন গায়িকা। রাস্তায় লোকজন জড়ো হয়ে যায়। এর পরেই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন গায়িকা।
আরও পড়ুন- প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশারফ ঘানিকে আরব সরকার স্বাগত জানাল
উল্লেখ্য, নারী সুরক্ষা এবং অন্যান্য অপরাধ দমন করতে কয়েকদিন আগেই শহরের পানশালা গুলির সামনে পুলিশি নজরদারির নির্দেশ দিয়েছিলেন পুলিশ কমিশনার সৌমেন মিত্র।