কলকাতা: রাজ্যে (State) ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে। উত্তর ২৪ পরগনার হাল খুবই খারাপ বলে জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর। এরই মধ্যে শনিবার ডেঙ্গিতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুক্রবার গভীর রাতে কলকাতা (Kolkata) পুরসভার ১১৮ নম্বর ওয়ার্ডে বেহালার বাসিন্দা সুস্মিতা দত্ত নামে এক মহিলার মারা গিয়েছেন। গত ৩১ অগাস্ট জ্বর নিয়ে নিউ আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সুস্মিতা। অবস্থার অবনতি হলে তাঁকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে পরিবারের লোকজন তাঁকে নিয়ে যান ল্যান্সডাউনের একটি নার্সিংহোমে। সেখানেই ডেঙ্গির নমুনা পরীক্ষা করানো হয়। রিপোর্ট পজিটিভ আসে। এরপরই পরিস্থিতি আরও খারাপ হয়। ভেন্টিলেশনে দিতে হয় তাঁকে। শুক্রবার রাত সাড়ে ১০টায় মারা যান তিনি।
মেদিনীপুর (Midnapore) পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঊষারাণি দাসের মৃত্যু হয় শুক্রবার রাতে। পরিবারের দাবি, তিনিও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। এরপরই নড়েচড়ে মেদিনীপুর পুরসভা এবং জেলা স্বাস্থ্য দফতর। এখনও পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩৯৯। চলতি মরশুমে মেদিনীপুর জেলায় এই প্রথম ডেঙ্গিতে কারও মৃত্যু হল, আর সেটা ঘটল মেদিনীপুর শহরেই।
আরও পড়ুন:দুষ্কৃতীদের তোলাবাজির প্রতিবাদে দোকান বন্ধ রেখে পথে ব্যবসায়ীরা
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত নর্দমা পরিষ্কার হয় না, যত্রতত্র জল জমে থাকে। পুরসভার কোনও হেলদোলও নেই। যদিও স্থানীয় তৃণমূল কাউন্সিলর এবং পুর কর্তৃপক্ষ সেই অভিযোগ অস্বীকার করেন।