সামনেই রথযাত্রা (Rathyatra)। বছর ভর নানা অনুষ্ঠান উদযাপন পালন করেন ভারতবাসী। সেরকমই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল এই রথযাত্রা। ভারতের ওড়িশা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষভাবে পালন করা হয়। বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরী, মাহেশ, ইস্কনের মন্দিরে।
রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণের কথা। স্নানযাত্রার পর নিভৃতবাস থেকে বেড়িয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে, দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথদেব। আবার মনে করা হয়, দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে।
আরও পড়ুন: Talk on Facts | Indian Railways | ট্রেনের রেক কতদিন পরে অবসরে যায়? তারপর কী হয় জেনে নিন
রথযাত্রা ২০২৩ দিনক্ষণ
পুরান মতে, একবার দেবতা শ্রীকৃষ্ণের বোন সুভদ্রা শ্রীকৃষ্ণ এবং বলরামের সঙ্গে নগরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এরপর দুই ভাই তাঁদের বোনকে নিয়ে শহর ভ্রমণে বেড়িয়ে পড়েন। শহর ভ্রমণের সময় জগন্নাথ তাঁর মাসির বাড়িতে গিয়ে ৭ দিন বিশ্রাম নেন। সেই থেকে আজ পর্যন্ত এই মহাযাত্রা চলছে বলে মনে করা হয়।