ইতিহাস সৃষ্টির পথে ভারত (India)। ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) জন্য ভারতে তৈরি হবে সামরিক পরিবহন বিমান সি-২৯৫ (C-295)। টাটা (Tata) এবং এয়ারবাসের (Airbus) যৌথ উদ্যোগে এই বিমান তৈরি হবে গুজরাতের ভদোদরাতে। রবিবারই সেই নির্মাণ কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বেসরকারি ক্ষেত্রে (Private Sector) এটাই ভারতের প্রথম বিমান নির্মাণ কারখানা হতে চলেছে দেশে এবং ভারত আত্মনির্ভরতার দিকে আরও একধাপ এগনোর পথে। উদ্দেশ্য ভারতীয় বায়ুসেনাকে আরও আধুনিক করে তোলা। এই প্রকল্পে মোট ২১,৯৩৫ কোটি টাকা খরচ হতে চলেছে। ভারত সরকারের এই ঐতিহাসিক উদ্যোগ নিয়ে জেনে নিন সাতটি গুরুত্বপূর্ণ তথ্য।
১. ৩০ অক্টোবর ২০২২ দিনটি ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থেকে যাবে। ভারতে যে নতুন নির্মাণ কারখানাটি তৈরি হবে, তা ভারতের আত্মনির্ভরতার এক পরিচয় হতে চলেছে।
২. টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটিডে এবং স্পেনের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
আরও পড়ুন: Gujarat Elections: ইউনিফর্ম সিভিল কোড চালু করবে গুজরাত সরকার! ‘বিজেপির ধাপ্পা,’ বললেন কেজরি
৩. গত বছর ভারত সরকার এয়ারবাসের সঙ্গে ২১ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে ৫৬টি সি-২৯৫ বিমানের জন্য। এরমধ্যে ১৬টি স্পেন থেকে তৈরি হয়ে আসবে, বাকি ৪০টি বিমান ভারতে ম্যানুফ্যাকচার এবং অ্যাসেম্বল করা হবে ভদোদরাতে তৈরি হতে চলা কারখানা থেকে (ইঞ্জিন ছাড়া)।
৪. ভারতে এই প্রথমবার সি-২৯৫ বিমান তৈরি হতে চলেছে। ইউরোপের বাইরে এই সামরিক বিমান এই প্রথমবার তৈরি হবে। ভারতীয় বায়ুসেনার হাতে এই বিমান এলে অভ্র-৭৪৮ বিমান আর ব্যবহার করা হবে না।
৫. আত্মনির্ভর ভারতের অধীনে এই উপলক্ষ্যে প্রদর্শনী হবে, সেখানে মহাকাশ শিল্পে প্রযুক্তি ও নির্মাণের বিষয়টি তুলে ধরা হবে।
৬. এই প্রকল্পটি মহারাষ্ট্রে বাস্তাবায়িত হওয়ার কথা থাকলেও গুজরাতে তৈরি হচ্ছে।
৭. এই প্রকল্পটি বাস্তাবায়িত হলে দশহাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।