রথযাত্রার (Rathayatra) নির্মল প্রবাহে মন্ত্র বা স্তব সহযোগে জগন্নাথকে (Jagannath Dev) বন্দনা করা যায়। জীবন ও জগতের ধারাপাতে জগন্নাথদেব অর্থ, সুখ, সমৃদ্ধি ও শান্তির প্রতীক হয়ে যুগযুগ ধরে বিরাজিত। মানুষের জীবনপ্রবাহে জগন্নাথদেব যেন লক্ষীশ্রীর আধার। রথযাত্রার দিন শ্রী শ্রী জগন্নাথদেবের আশীর্বাদ শিরে ধারণ করে তাঁর উপাসনা করলে জীবনরথটিকেও সুন্দর ছন্দময় করে তোলা সম্ভব।
পুরীর রাজা সেখানে উপস্থিত থাকেন। সাত দিন পরে শ্রীমূর্তি ফের মন্দিরে প্রবেশ করে। এ দিনকে বলা হয় পুনর্যাত্রা। পুরীতে রথের উৎসব উপলক্ষে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় এবং ১৫ দিন ধরে চলে রথের মেলা।
আরও পড়ুন: Talk on Facts | ব্রেন টিউমারের উপসর্গগুলি জানেন? অবশ্যই পড়ুন এই প্রতিবেদন
মানুষের জীবনে সব উৎসবেরই মূল ভিত্তি হল মানুষের সুখে থাকা, সমৃদ্ধিতে থাকা ও শান্তিতে থাকা। অর্থ বৃদ্ধির জন্য রথের দিন ঠাকুরের আসনে একটি সুন্দর হলুদ কাপড় রাখতে হবে। ওই কাপড়ের ওপর এগারোটি কড়ি রাখতে হবে, কড়িগুলোর ওপর কেশরের টিপ দিতে হবে। এরপর অর্থ বৃদ্ধির জন্য সারা রাত ওগুলো ঠাকুরের আসনে রেখে দিতে হবে। পরের দিন কড়িগুলো ওই হলুদ কাপড়ে বেঁধে ক্যাশ বাক্স অথবা টাকা-পয়সার জায়গায় রেখে দিতে হবে। তা হলেই ক্রমাম্বয়ে আর্থিক সমৃদ্ধি ঘটবে।