হিন্দুদের অন্যতম জনপ্রিয় উৎসব হল রাখিপূর্ণিমা। বোনেরা বা দিদিরা তাদের ভাইয়েদের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন। তবে এখন তা শুধু মাত্র ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ নেই যে কোনও ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায়৷গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসবের। তবে শাস্ত্রে উল্লেখিত কিছু বিষয় আছে বা কিছু রাখির ধরণ রয়েছে যেগুলি ভাইয়ের হাতে পোড়ালে তাঁদের অমঙ্গল হয়।
দেব-দেবীর ছবিসহ রাখি: দেব-দেবী বা দেবতার ছবি আছে, এরকম রাখি বাজারে প্রায়ই দেখা যায়। মনে রাখবেন ভাইয়ের কব্জিতে এই ধরনের রাখি কখনই বাঁধা উচিত নয়।
কালো রঙা রাখি: কখনও কালো রঙের রাখি কিনবেন না। শাস্ত্রে কালো রঙকে নেতিবাচকতা এবং অশুভের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়েছে। তাই এই রঙের রাখি কেনা থেকে বিরত থাকুন।
ছেঁড়া রাখি: অনেক সময় হুড়োহুড়ি করে বা না জেনে ছেঁড়া রাখি কিনে ফেলেন অনেকে৷ তবে ছেঁড়া রাখি কখনই ভাইয়ের কব্জিতে বাঁধা উচিত নয়া শাস্ত্র মতে ছেঁড়া বা ভাঙা জিনিস ব্যবহারে অশুভ ফল মেলে
প্লাস্টিকের রাখি: বর্তমান সময় প্লাস্টিকের তৈরি রাখিও বাজারে আসতে শুরু করেছে। বিশেষ করে চীন থেকে আসা রাখিগুলো প্লাস্টিকের তৈরি। আপনার এই জাতীয় রাখি কেনা উচিত নয় কারণ প্লাস্টিককে কেতুর পদার্থ হিসাবে বিবেচনা করা হয় এবং এটি কুখ্যাতি বাড়ায়। তাই রক্ষাবন্ধনের দিনে ভাইদের প্লাস্টিকের রাখি বাঁধা এড়িয়ে চলুন।
তাহলে এবার প্রশ্ন কোন ধরনের রাখি শুভ? শাস্ত্র মতে, রেশম বা সুতির তৈরি রাখি ব্যবহার করা শুভ বলে মনে করা হয়। এই ধরনের রাখি বাঁধলে ভাইদের খ্যাতি বাড়ে।