কলকাতা: রবিবার (KMC Election 2021) কলকাতার (Kolkata Municipal vote 2021)ভোটের দিন লালবাজারের (lalbazar Police force)শীর্ষ কর্তাদের রাস্তায় থাকার নির্দেশ (KMC Poll Security) দিলেন পুলিস কমিশনার সৌমেন মিত্র। পুলিস কমিশনার নিজেই শুক্রবার শহরের দুই প্রান্তে চষে বেড়িয়েছেন। দফায় দফায় বৈঠক করেছেন পদস্থ পুলিস কর্তাদের সঙ্গে। আগামিকাল ভোটে নিরাপত্তা ব্যবস্থা একেবারে নিশ্ছিদ্র করতে চায় কলকাতা ও রাজ্য পুলিস। দক্ষিণ তল্লাটে কিছু কিছু ওয়ার্ড রয়েছে রাজ্য পুলিসের অধীনে।
শুক্রবার বিকেল থেকেই ১৪৪ ধারা জারি হয়ে গিয়েছে বুথের ২০০ মিটার এলাকা জুড়ে। শুরু হয়ে গিয়েছে পুলিসের রুট মার্চ। হাইকোর্টের নির্দেশে মেনে সমস্ত বুথের ভিতরে ও বাইরে বসানো হয়েছে সিসিটিভি। নজরদারি চালানো হবে ড্রোনের সাহায্যেও। ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি নিয়ে প্রধান বিরোধী দল বিজেপি সুপ্রিম কোর্টে গিয়েছে।
কলকাতার ভোটের জন্য কী কী ব্যবস্থা নিয়েছে পুলিস ?
আরও পড়ুন Kolkata Corporation Vote 2021: কলকাতা পুরভোটের প্রস্তুতি তুঙ্গে, শহরজুড়ে পুলিসি টহলদারি
কলকাতার ভোট নিয়ে ইতিমধ্যেই বহু বিতর্ক হয়েছে। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করলেও ভোট নির্বিঘ্নে হবে কি না, সংশয়ে বিরোধীরা। শাসকদলের দাবি, কলকাতার মানুষ উন্নয়নের স্বার্থেই তৃণমূলকে ভোট দেবে। বিরোধীদের অভিযোগ অমূলক।