কলকাতা: কলকাতাকে ধন্যবাদ তৃণমূলের। হ্যাটট্রিক করার জন্য ধন্যবাদ। হ্যাটট্রিক করতে দেওয়ার জন্য ধন্যবাদ। ভালবাসার জন্য ধন্যবাদ। বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ।
পুরভোটের ফল সামনে আসার পরই এভাবেই কলাকতার মানুষকে ধন্যবাদ জানাল তৃণমূল কংগ্রেস। টুইট করল মহানগরের আমজনতার উদ্দেশে। তৃতীয়বারের জন্য তৃণমূলকে ছোট লাল বাড়ির পাস দেওয়ার জন্য কৃতজ্ঞতা স্বীকার করেছে দল। টুইট করেছে। অভিনন্দন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Thank you, Kolkata!
Thank you for your blessings. Thank you for your love. Thank you for your faith on us.
We promise that in the coming years, it's only going to get better. Onwards & upwards!
— All India Trinamool Congress (@AITCofficial) December 21, 2021
২০০৫ সাল থেকে শুরু হয়েছিল। কলকাতাকে লন্ডন বানানোর স্বপ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন। ছোট লাল বাড়ি তা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছে। গত ১৫ বছরে একাধিক উড়ালপুল, নিকাশি ব্যবস্থার উন্নয়ন, দুর্নীতি মুক্ত এক পুরবোর্ড গঠন, পুরসভার কাজকে গতিশীল করা, আলো ব্যবস্থার উন্নয়ন-মোদ্দাকথা কলকাতাকে সর্বাঙ্গীন সুন্দর করার যে কাজ তৃণমূলের কাউন্সিলররা করেছিলেন তারই জয় হল আজ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও উঠে এল সেটাই। গণতন্ত্রের উৎসবে আজ যে গণতন্ত্র জয়ী হয়েছে, সে কথা বুঝিয়ে দিলেন তৃণমূল নেত্রী। আর এ সবই সম্ভব হয়েছে কলকাতার মানুষের জন্য। যাঁরা এভাবে তৃতীয়বারের জন্য তৃণমূলে বিশ্বাস রেখেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাল দল।
বাম আমলের একাধিক দুর্নীতি শুধু বাংলাকে নয়, পিছিয়ে দিয়েছিল কলকাতাকে। নিকাশি ব্যবস্থার কার্যত সমাধি ঘটেছিল এই আমলেই। উড়ালপুল প্রায় ছিল না বললেই চলে। যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল। সেই ভঙ্গুর দশা থেকেই কলকাতাকে মুখ্যমন্ত্রীর স্বপ্নের নগরীতে পরিণত করেছেন তৃণমূল কাউন্সিলররা। গঙ্গার ঘাটগুলিকে সংস্কার করে দর্শনীয় করা হয়েছে। একাধিক নতুন উদ্যোগকে সামনে রেখে সাজানো হয়েছে কলকাতা, তৈরি করা কর্মসংস্থান। তৃণমূলের এই সাফল্যের পুরস্কার আজ পেল দল। কলকাতার মানুষ দুহাতে তৃণমূলকে আর্শীবাদ করল। সে জন্যই কৃতজ্ঞতা জানাতে ভোলেনি তৃণমূল কংগ্রেস। প্রতিশ্রুতি দিয়েছে আরও কাজ করার। কলকাতাকে সাজিয়ে তোলার। কলকাতাকে বিশ্বের দরবারে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। সন্দেহ নেই আজ বিশ্বের নজর কলকাতার দিকে। তৃণমূলের হাত ধরে কলকাতার আরও কত উন্নয়ন ঘটে এখন সেদিকেই তাকিয়ে সবাই।