আর কয়েকদিন পরেই ৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day)। তার প্রাককালে সেনাদের সম্মান জানাতে ওয়াগা বর্ডারে হাজির হন ‘শেহশাহ’ খ্যাত কিয়ারা আডবাণী (Kiyara Adbani)। সেখানে গিয়ে সেনা ছাউনিতে সময় কাটালেন অভিনেত্রী শিখলেন বন্দুক চালানো। তার পরেই হাতে তুলে নিলেন দেশের পতাকা (national Flag)। আর গর্বের সঙ্গে সেই পতাকা ওড়ালেন নায়িকা। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে তাঁর অমৃতসর (Amritsar) ট্রিপের ছবি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে সবুজ রঙের সালোয়ারে একেবারে দেশি গার্ল সেজেছেন কিয়ারা। ওপর একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে বিএসএফ সেনার ব্যুট ক্যাম্পে নানারকম কাজে চুটিয়ে মজা করছেন তিনি। শুধু তাই নয়, বেশ কয়েকটি গাছও পোঁতেন ওই ব্যুট ক্যাম্পে। এর পরেই দেখা যায় হাতে বন্দুক তুলে নিলেন অভিনেত্রী। তারপর শিখলেন বন্দুক চালানো। বেশ কয়েক রাউন্ড গুলিও চালান তিনি। সেই সঙ্গে সেনাদের সঙ্গে কথা ও বলেন অভিনেত্রী। তোলেন ছবিও।
আরও পড়ুন: কলকাতায় আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ কমবে, জানাল হাওয়া অফিস
শেষবার কার্তিক আরিয়ানের সঙ্গে ‘সত্যপ্রেম কী কথা’ ছবিতে দেখা গিয়েছিল কিয়ারা আডবানীকে। এরপর রামচরণের সঙ্গে গেম চেঞ্জার ছবিতে দেখা যাবে তাঁকে। চার বছর পর এই ছবির হাত ধরেই তেলুগু ছবিতে ফিরছেন তিনি। পাশাপাশি জানা যাচ্ছে হৃত্বিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে ওয়ার টু ছবিতে দেখা যাবে তাঁকে।
View this post on Instagram