বর্ধমান: ‘খেলা হবে’ এ বার চালের মার্কেটিংয়েও। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে এক বিশেষ রাজনৈতিক দলের স্লোগান ছিল খেলা হবে। রাজনৈতিক মহলে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল সেই স্লোগান। এ বার তা দেখা গেল চালের বস্তাতে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে।
আরও পড়ুন: মহিষাদলের রথ এ বারও চলবে না
বর্ধমান শহরের সদরঘাট এলাকায় প্রসিদ্ধ চাল ব্যবসায়ী উদয়নারায়ণ ভকত ওরফে বাবলু ভকতের দোকানে দেখা মিলেছে ‘খেলা হবে’ চালের প্যাকেট। দোকানে সার দিয়ে রাখা প্যাকেট, আর তাতে হলুদ কালিতে লেখা ‘খেলা হবে’। প্যাকেটের গায়ে আঁকা একটা বাচ্চার ফুটবল খেলার ছবি। এই চাল কিনতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। শুধু শহরেরই নয় আশপাশ থেকেও বহু ক্রেতা আসছেন তাঁর দোকানে।
আরও পড়ুন: বাঁকুড়ায় ৪০০ বিজেপি গেরুয়া ছেড়ে ঘাসফুলে
এ ব্যাপারে তাঁর কাছে জানতে চাওয়া হলে, তিনি বলেন এর পেছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি নেই, প্যাকেট বস্তার মধ্যে এইরকম লেখা থাকলে ভাল রোজগার হবে। তার জন্যই খেলা হবে এই লেখা বস্তা চাল বিক্রি করছেন তিনি। ইতিমধ্যেই যথেষ্ট প্রসিদ্ধ এই মিনিকেট চালের প্যাকেট। এর আগে দেখা গিয়েছিল বিয়েবাড়িতে ক্যাটারিং করছেন যাঁরা, তাঁদের গায়ে ‘খেলা হবে’ লেখা টি-শার্ট। তবে ‘খেলা হবে’ নামে চাল এই প্রথম।