ব্রিটিশ কলোম্বিয়া (কানাডা): খলিস্তানপন্থীদের দমন করার বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ভারতের উদ্বেগের কথা শোনাচ্ছেন নরেন্দ্র মোদি, তখন সেদেশের ব্রিটিশ কলোম্বিয়ার সুরে-তে ভারত বিরোধী বিক্ষোভ দেখাল শিখস ফর জাস্টিস। ট্রুডোর সঙ্গে রবিবার একান্ত বৈঠকে কানাডার বুকে ভারত বিরোধী জঙ্গি কার্যকলাপ নিয়ে প্রবল আপত্তির কথা জানান মোদি। অথচ সেই সময়েই এসএফজে-র সদস্যরা খলিস্তানের দাবিতে একটি জমায়েত করে।
খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী নেতা এবং এসএফজের প্রতিষ্ঠাতা গুরপতওয়ান্ত সিং পানুন খোদ ওই জমায়েতে উপস্থিত ছিলেন। জমায়েতে ভাষণে ভারত বিরোধী আগুন জ্বালানো ভাষণ দেন পানুন। ভারতকে টুকরো টুকরো করে দেওয়ারও হুমকি দেন তিনি। উল্লেখ্য, পানুনকে রক্ষা করার জন্য একদল সশস্ত্র নিরাপত্তারক্ষীও ছিল জমায়েতে। সুরে শহরের গুরু নানক সিং গুরুদ্বারে ভারত বিরোধী ওই জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। খলিস্তানপন্থীদের অনুমান ছিল, অন্তত ৫০-৭৫ হাজার লোকের জমায়েত হবে। কিন্তু বাস্তবে মাত্র ৭ হাজার মানুষ এসেছিল।
আরও পড়ুন: মোদিকে মানবাধিকার, সংবাদমাধ্যমের স্বাধীনতার কথা বলেছি: বাইডেন
প্রথমে কথা ছিল জমায়েত হবে কানাডার একটি সরকারি স্কুলে। কিন্তু পুলিশ সেই অনুমতি দেয়নি। এ মাসের গোড়ার দিকে পানুন একটি অডিও বার্তা পাঠিয়েছিলেন। তাতে কাশ্মীরি জনতাকে দিল্লি গিয়ে জি ২০ সম্মেলন ভেস্তে দেওয়ার উসকানি দিয়েছিলেন। দিল্লির ইন্দিরা গান্ধীর আন্তর্জাতিক বিমানবন্দরে খলিস্তানি পতাকা তোলার হুমকিও দিয়েছিলেন পানুন।