বীরভূম: আজ বৃহস্পতিবার কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya)। বীরভূমের তারাপীঠে শুরু মা তারার (Maa Tara Puja ) বিশেষ পুজো। এই তিথি নক্ষত্রে ১২৭৪ বঙ্গাব্দে সাধক বামাক্ষ্যাপা তন্ত্রসাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে ভক্তের ঢল। সাধু থেকে ভক্ত, পর্যটক থেকে সংসারী মানুষজন ভিড় জমিয়েছে তারাপীঠে। ভোর থেকেই চলছে মা তারার পুজো। এদিন সকালে মঙ্গলারতির মাধ্যমে তারা মায়ের বিশেষ পুজোর সূচনা হয় ।
কৌশিকী অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়। আজ সারাদিন তারাপীঠে (Tarapith Temple) চলবে পুজো অর্চনা। বিশেষ এই দিনে তারা মায়ের পুজো দিতে দূর-দূরান্ত থেকে ভক্তরা ভিড় জমিয়েছেন মন্দিরে। মহাশ্মশানে আসেন সাধু-সন্ত, তন্ত্রসাধকরা। মন্দির চত্বর জুড়ে আটোসাঁটো নিরাপত্তা। ১ হাজার পুলিশ এবং সতেরশো সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। এই অমাবস্যাকে বিশেষ বলে সাক্তভক্তরা বিশ্বস করে। শুধু তারাপিঠে নয় সারা রাজ্যে মায়ের মন্দিরে মন্দিরে সকাল থেকে শুরু হয়েছে শক্তির আরাধনা।
আরও পড়ুন: সংসদে বিশেষ অধিবেশনের ‘গল্প’ খোলসা করল কেন্দ্র, কটাক্ষ কংগ্রেসের
মন্দির সূত্রে খবর, যেহেতু ভোর সাড়ে ৪টে তিথি অনুযায়ী কৌশিকী অমাবস্যা লাগছে। খুব স্বাভাবিকভাবেই ভোর তিনটে নাগাদ মা তারাকে পূণ্য স্নান করিয়ে তারাপীঠের গর্ভগৃহ খুলে দেওয়া হয়েছে সাধারণের জন্য। কৌশিকী অমাবস্যা উপলক্ষে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত মা তারাকে পুজো দিতে পারবে ভক্তরা। দুপুর ১২:০০ টা নাগাদ মা তারা কে ভোগ নিবেদনের জন্য কিছুক্ষণ বন্ধ থাকবে মন্দির। পাঁচ রকম ভাজা, পাঁচ রকম তরকারি, ফল, মিষ্টি, বলির পাঁঠার মাংস দিয়ে মা তারা কি ভোগ নিবেদন করা হবে। দিনভর চলবে পুজো অর্চনা। এদিন মায়ের শিলামূর্তিকে স্নান করানোর পর পরানো হয় রাজবেশ দুপুরের পর সন্ধ্যায় মা তারাকে কৌশিকী রূপে সাজানো হবে। ডাকের সাজ। ভক্তদের দেওয়া সোনার গহনায় সাজবে মা তারা। কৌশিকী অমাবস্যা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তদের ঢল নেমেছে সিদ্ধপিঠ বীরভূমের তারাপীঠ মন্দিরে।
কথিত আছে, এই তিথিতেই তপস্যায় সিদ্ধিলাভ করেন সাধক বামাখ্যাপা। তারাপীঠ মহাশ্মশানের সাধনা করেন বামদেব। ভক্তকে নিরাশ করেননি মা তারা। বামাক্ষ্যাপা তন্ত্রসাধনায় সিদ্ধিলাভ করেছিলেন। সেই থেকে এই দিনে পালিত হয় কৌশিকী অমাবস্যা।