কলকাতা: ‘আদিপুরুষ’ (Adipurush) নিয়ে বিতর্ক থামার নাম নেই। তিন দিনের মধ্যে বিশ্বে তহেলকা সৃষ্টি করেছে এই ছবি (Movie)। একের পর এক কন্ট্রোভার্সিতে জড়াচ্ছে প্রভাস এবং কৃতি শ্যানন অভিনীত সিনেমাটি। এবার কাঠমান্ডুতে (Kathmandu) ছবিটি নিষিদ্ধ ঘোষনা করা হল। এমন অভিযোগ নিয়ে নেটপাড়াতেও (Social Media) শোরগোলের অন্ত নেই। সমস্যার সূত্রপাত আদিপুরুষ-এর এক সংলাপ নিয়ে। যেখানে দাবি করা হয়েছে- সীতা ভারতের মেয়ে।
এদিকে ‘আদিপুরুষ’-এ হনুমানের মুখে বাজারচলতি কথার সংলাপ শুনে দর্শকদের প্রায় মূর্চ্ছা যাওয়ার জোগাড়! যে হিন্দুপন্থীরা জয় শ্রীরাম ধ্বনি তুলে সিনেমার প্রচারে নেমেছিলেন, তাঁরাও চটেছেন। ভারতীয় সংস্কৃতির ‘আদিপুরুষ’-এর এমন অত্যাধুনিক অবতার দেখে তাঁরাও রে-রে করে উঠেছেন! বিপাকে পড়ে নির্মাতাদের তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে, খুব শিগগিরিই বিতর্কিত সংলাপ বদলে দেওয়া হবে। তবে এতে চিঁড়ে ভিজতে নারাজ! একটা সিনেমার জন্য এবার নেপালে বাজার খোয়াতে বসল ভারতীয় ছবি।