নয়াদিল্লি : তাঁর জ্বালামুখী ভাষণ এক সময় বামপন্থী (Leftist) ছাত্র-যুবদের বুকে নতুন করে বার্তা বয়ে এনেছিল ৷ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্র নেতাটিকে সামনে রেখে বাংলা-সহ দেশের মাটি থেকে কার্যত হারিয়ে যাওয়া বাম নেতরাও অক্সিজেন পেতে চাইছিলেন ৷ এবার বাম ছাত্র নেতাদের ‘হার্ট থ্রব’ কানহাইয়া কুমার (Kanhaiya Kumar) ধরলেন হস্ত-সঙ্গ ৷ কানহাইয়া কুমারের সঙ্গেই এ দিন কংগ্রেস যোগ দেন নির্দল প্রার্থী হিসেবে ভোটের ভোটে ঝড় তোলা জিগনেশ মেভানিও (Jignesh Mevani) ৷
CPI leader Kanhaiya Kumar and Gujarat MLA Jignesh Mewani joins Congress in the presence of Rahul Gandhi in New Delhi pic.twitter.com/7t0tf8lqmp
— ANI (@ANI) September 28, 2021
দিল্লির কংগ্রেস দফতরে কানহাইয়া কুমার ও জিগনেশ মেভানি।
কংগ্রেসে যোগ দানের পর কানহাইয়া কুমার বলেন, ‘আমি মনে করি এই দেশে কিছু লোক শুধু লোক নন, দেশের চিন্তন, ভবিষ্যত, বর্তমান, ইতিহাস খারাপ করছেন ৷ আমি মনে করি বন্ধুকে বেছে নিন, তাহলে শক্রু স্বাভাবিক ভাবেই বেছে নিতে পারবেন ৷ দেশের লাখ লাখ মানুষ বিশ্বাস করেন, কংগ্রেস না বাঁচলে দেশ বাঁচবে না ৷ আমি মনে করে আজ এই দেশের ভগৎ সিংয়ের সাহস আর গান্ধিজির একতা অত্যন্ত জরুরি ৷ দেশের সংস্কৃতি নষ্ট করছে বিজেপি ৷ ভগৎ সিং বলেন, মানুষকে মারতে পারবেন, চিন্তাধারাকে নয় ৷ এই দেশটা ১৯৪৭ সালের আগের পরিস্থিতিতে চলে গিয়েছে ৷ গোটা দেশে বেকারের সংখ্যা বেড়েছে ৷ সকলের সমাধিকারের কথা বলি ৷ এটাই এই দেশের ঐতিহ্য ৷ আমি কোনও দোষ করিনি ৷ কংগ্রেস দেশের সব থেকে বড় দল, বড় দলকে বাঁচানো না গেলে দেশের ইতিহাস বাঁচবে না ৷ বড় জাহাজ না রক্ষা পেলে ছোট জাহাজও রক্ষা পায় না ৷
আরও পড়ুন-ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বিতীয় সংস্করণ অ্যামাজন, দাবি সঙ্ঘের
ছাত্র রাজনীতি থেকে উঠে আসা কানহাইয়া ২০১৯ সালে প্রবেশ করেন রাজনীতির আঙিনায়৷ লোকসভা ভোটে তিনি ছিলেন সিপিআইয়ের তুরুপের তাস৷ সিপিআই তাঁকে বিহারের বেগুসরাইয়ে প্রার্থী করেছিল৷ কিন্তু বিজেপি প্রার্থী গিরিরাজ সিংয়ের কাছে পরাস্ত হন কানহাইয়া৷ অপরদিকে গুজরাতের ভদগাম কেন্দ্রের নির্দল বিধায়ক জিগনেশ মেভানি৷ সূত্রের খবর, কংগ্রেসে যোগ দেওয়ার পর তাঁকে কার্যনির্বানী সভাপতি করা হতে পারে৷ কংগ্রেসে যোগ দানের পর জিগনেশ মেভানি বলেন, কংগ্রেস একটা মিশন৷ এই মিশনের মাধ্যমে দেশজুড়ে যে অরাজকতা চলছে তা বন্ধ করতে হবে৷ নিজের বিবেককে জাগ্রত করে দলে দলে কংগ্রেসে যোগ দিন৷ মিশন সফল করাটাই এখন মূল লক্ষ্য৷ সাধারাণ গরীব মানুষের জন্য, দলিতদের জন্য, সমানাধিকার জন্য কংগ্রেসে যোগ দান করেছি৷