বীরভূম: ‘খেলা হবে’ (Khela Hobe) স্লোগান পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) প্রচারে শোনা গেল তৃণমূল নেতা কাজল শেখের মুখে। বিরোধীদের উদ্দেশে জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য এবং জেলা পরিষদের প্রার্থী কাজল শেখের হুঁশিয়ারি, যাঁরা রাতের অন্ধকারে প্রচারের নামে আদিবাসী, অনুন্নত সম্প্রদায়ের মানুষজনকে টাকা দিয়ে, মদ খাইয়ে ভুল বোঝাতে আসবেন, তাঁদের দেখে নেওয়া হবে! তখন খেলাও হবে! কী ‘খেলা হবে’, তা অবশ্য কাজল খোলসা করেননি।
তাঁদের উপস্থিতিতেই বিজেপির উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে কাজল শেখ বলেন, ‘যদি ধরতে পারে, রাতের অন্ধকারে, এখন কথাটা বলব না। তখন তোমরা বুঝতে পারবে। রাতের অন্ধকারে প্রচার করতে নয়। বিজেপির কাছে প্রচুর টাকা আছে। রাতের অন্ধকারে যারা আমার আদিবাসী সম্প্রদায়ের ভাই আছে, যাদের মধ্যে শিক্ষার হারটা কম, তাদেরকে অর্থের প্রলোভন দেখিয়ে, মদে আসক্ত করে, ভুল পথে যারা পরিচালনা করবে, তাদেরকে দেখে নেব। যারা ধর্ম নিয়ে রাজনীতি করবে, তাদেরকে দেখে নেব। দেখে নেবই।’
আরও পড়ুন: Panchayat Election 2023 | পঞ্চায়েত ভোটের আগে শেষ রবিবারের প্রচার জমজমাট
গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে তিহাড় জেলে বন্দি রয়েছেন দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা। আর, যেদিন ফের খারিজ হল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন, সেদিনই বীরভূমে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের ঢঙে হুঙ্কার দিলেন তৃণমূলের জেলা পরিষদের প্রার্থী কাজল শেখ। বললেন, ‘সময় কথা বলবে, যদি তারা আসে। আসতে বলুন, দেখতে পাবেন কী খেলা হবে।’