বীরভূম: কেষ্টর জেলায় আরও গুরুত্ব বাড়ল কাজলের। জেলা পরিষদের সভাধিপতি হতে চলেছেন তৃণমূল নেতা কাজল শেখ (Kajal Seikh)। সদ্য ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বীরভূম (Birbhum) জেলা পরিষদের ১৯ নম্বর আসনের জেলা পরিষদের তৃণমূল প্রার্থী ছিলেন তিনি। অনুব্রত বিরোধী মুখ হিসেবে পরিচিত তিনি। আগামিকাল বুধবারই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদে শপথ নিতে চলেছেন কাজল শেখ।
অনুব্রতহীন বীরভূমের জয়ের অন্যতম কাণ্ডারি কাজল শেখ। কষ্টর অনুপস্থিতিতে জেলায় তৃণমূলের রাশ নিজেই দখলেই রেখেছন। ভোটে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে ঘাসফুলের দাপটই রয়েছে। অনুব্রতই জেলা সভাপতি থাকবেন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় অনুব্রতের অনুপস্থিতিতে সংগঠন দেখবেন তিনি নিজে। মমতা নির্দেশে কোর কমিটিতে স্থান পেয়েছিলেন কাজল। জেলা পরিষদের টিকিটও পান তিনি। এবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হচ্ছে কাজল শেখ।
আরও পড়ুন: স্বাধীনতা দিবসে মুখ্যমন্ত্রীর হাত থেকে কারা কারা পদক পেলেন, দেখে নিন
একটা সময়ে জেলার রাজনীতিতে যিনি কেষ্ট-বিরোধী শিবিরের নেতা হিসাবেই পরিচিত ছিলেন। যদিও কাজল সেটা মানতে চান না। ভোটে জেতার পর তাঁকে বলতে শোনা গিয়েছিল, অনুব্রত তাঁর রাজনৈতিক গুরু। ওনার দেখানো পথেই ভোটে লড়েছি, আর জয় এসেছে। যে জয় অংশীদার কেষ্টদাও এই কথা বলতে শোনা গিয়েছিল কাজলকে।