কলকাতা: শুভেন্দু অধিকারীর পর এবার ডাক পড়ল দিলীপ ঘোষের (Dilip Ghosh)৷ বিজেপির রাজ্য সভাপতিকে জরুরি ভিত্তিতে দিল্লিতে (Delhi) ডেকে পাঠালেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)৷ ডাক পেয়েই আজ রাতের বিমানে দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ৷ রবিবার দেখা করবেন জে পি নাড্ডার সঙ্গে৷ সূত্রের খবর, আগামিকাল সকাল ১১টায় দুই নেতা বৈঠকে বসবেন৷
আরও পড়ুন: যোগী রাজ্যে নিগৃহীত দলিত যুবক
বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর এই প্রথম দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ৷ এর আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে শুভেন্দু অধিকারীকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল৷ তখন দিল্লিতে গিয়ে জেপি নাড্ডা, অমিত শাহ এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা৷ তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা শুভেন্দুকে এতটা গুরুত্ব দেওয়ায় তা ভালো ভাবে নেননি দলের নেতাদের একাংশ৷ বিজেপির পুরনো নেতা ও কর্মীরা প্রশ্ন তোলেন, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি৷ তাঁকে বাদ দিয়ে কেন শুভেন্দুকে দিল্লিতে ডাকা হচ্ছে? হঠাৎ কীভাবে তিনি মোদি-শাহের প্রিয়পাত্র হয়ে উঠলেন? তাহলে কী ডানা ছাঁটা হচ্ছে দিলীপের? এরকম বহু প্রশ্ন ঘুরপাক খেতে থাকে কর্মীদের মনে৷
আরও পড়ুন: বিহারে বন্যা পরিস্থিতি ভয়াবহ
অবশেষে নির্বাচন শেষ হওয়ার দু’মাস পর ডাক পেলেন দিলীপ ঘোষ৷ সূত্রের খবর, বাংলার সংগঠন নিয়ে আলোচনায় দিলীপকে ডেকে পাঠিয়েছেন নাড্ডা৷ একুশের ভোটে প্রচারে ব্যাপক সাড়া ফেলেও আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি৷ উল্টে তৃণমূল ২০০-র বেশি আসনে জিতে সরকার গড়ে ফেলে৷ তার পরই বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদানের হিড়িক পড়ে যায়৷ এমনকী গেরুয়া শিবিরের বেশ কয়েকজন বিধায়কও বেসুরো গাইতে শুরু করেন৷ তার উপর শুভেন্দুকে নিয়ে অখুশি দলের একাংশ৷ সম্প্রতি রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে সৌমিত্র খাঁ সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুকে বিঁধে সমালোচনা শুরু করেন৷ সব মিলিয়ে বঙ্গ বিজেপির সময় খুব একটা ভালো যাচ্ছে না৷ এই পরিস্থিতিতে জেপি নাড্ডার সঙ্গে দিলীপের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ৷ অনেকের মতে, আগামিকালের বৈঠকে সংগঠনে রদবদল নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হতে পারে৷