কলকাতা: রাজ্যে জয়েন্টের কাউন্সেলিং (Counselling) শুরু ২০ জুলাই। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড। মোট তিনটি পর্যায়ে কাউেন্সিলং হবে। প্রথম পর্যায়ে থাকবে অ্যালটমেন্ট, এরপর আপগ্রেডেশন ও মপআপ। গোটা প্রক্রিয়া অনলাইনে হবে। রাজ্য জয়েন্ট ও জেইই মেনের পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। ছাত্র ছাত্রীরা যাতে নিজেদের সুবিধামতো আসন বাছাই করতে পারেন তার জন্য এই প্রথমবার মক সিট অ্যালোকেশনের সুযোগ দিচ্ছে বোর্ড। তারপর আপগ্রেডেশনের সুযোগ থাকছে। ৩০ এপ্রিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়। ২৬ দিনের মাথায় ২৬ মে প্রকাশিত হয়েছিল পরীক্ষার ফল।
এবছর কাউন্সেলিং আরও সরলীকরণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছিলেন। উল্লেখ্য, আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল ৩০ জুনের আগে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করা যাবে না। কারণ এআইসিটিই ৩০ জুন পর্যন্ত তার যাবতীয় প্রক্রিয়া চালাবে। ফার্মাসি কাউন্সিল ও আর্কিটেকচার কাউন্সিল ১৫ জুনের মধ্যে তাদের যাবতীয় প্রক্রিয়া শেষ করবে। অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, কাউন্সিল অফ আর্কিটেকচার, ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া নির্ধারিত সময় জানিয়ে দিয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানা যাবে www.wbjeeb.nic.in বোর্ডের ওয়েবসাইটে।
আরও পড়ুন: Kaustuv Ray | Debangshu Bhattacharya | কৌস্তুভ রায়ের গ্রেফতারি নিয়ে কেন্দ্রকে তোপ দাগলেন দেবাংশু
এবার পরীক্ষার্থীর সংখ্যা গতবারের থেকে ২৪ হাজার বেড়ে হয় ১ লক্ষ ২৪ হাজার ৯১৯ জন। রাজ্য ও ভিনরাজ্য মিলে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ৩০৬টি। ত্রিপুরার আগরতলা এবং অসমের শিলচরে সেন্টার করা হয়। দুটি ভাগে পরীক্ষা গ্রহণ করা হয়। প্রথম পর্বে ১১টা থেকে ১টা পর্যন্ত হয়। দ্বিতীয় পর্যায়ের ফিজিক্স, কেমিস্ট্রি পরীক্ষা ২ থেকে ৪টা পর্যন্ত পরীক্ষা হয়। এবছর বাইরের রাজ্য থেকেও পরীক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। পশ্চিমবাংলা ছাড়াও ত্রিপুরা ও অসম এর পরীক্ষার্থীও রয়েছে।