নয়াদিল্লি: আগামিকাল, শুক্রবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি ২০ সম্মেলনে যোগ দিতে আজ, ভারতীয় সময় বৃহস্পতিবার রাতের দিকে দিল্লি রওনা দেওয়ার কথা বাইডেনের। আনুষ্ঠানিকভাবে জি ২০ সম্মেলন চলবে ৯-১০ সেপ্টেম্বর। তার আগেই দুদেশের রাষ্ট্রনেতা দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন বলে হোয়াইট সূত্রে জানা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের স্ত্রীর কোভিড হলেও যাত্রা শুরুর আগে ফের একবার কোভিড পরীক্ষা হয় বাইডেনের। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে।
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে জানান, বৃহস্পতিবার জি ২০ সম্মেলনে যোগ দিতে রওনা দেবেন প্রেসিডেন্ট। তিনি প্রথমে যাবেন ভারত এবং সেখান থেকে ভিয়েতনামে। শুক্রবার বাইডেন দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদির সঙ্গে। শনি ও রবিবার জি ২০ বৈঠকে যোগ দেবেন। হোয়াইট হাউসের প্রচার সচিব ক্যারিন জঁ-পিয়ের জানান, এখন প্রেসিডেন্টের মধ্যে কোভিডের কোনও উপসর্গ নেই।
আরও পড়ুন: আজকের তরুণরা বৃদ্ধ হওয়ার আগেই দেখতে পাবে ‘অখণ্ড ভারত’, দাবি মোহন ভাগবতের
বাইডেন এলেও জি ২০ সম্মেলনে আসছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের উপর রাশিয়ার হানাদারি নিয়ে জি ২০ গোষ্ঠীভুক্ত অনেক দেশই পুতিন-বিরোধী হয়ে উঠেছে। প্রত্যক্ষত সেই অস্বস্তি এড়াতে এবং বাইডেনের সঙ্গে এক মঞ্চে বসার দৃশ্য পাশ কাটাতেই আসছেন না পুতিন। কিন্ত, শি কেন আসছেন না, তা নিয়ে জোর জল্পনা চলছে।