হ্যানয়: জি ২০ সম্মেলনের ফাঁকে জো বাইডেনের সঙ্গে একান্ত সাক্ষাৎ নিয়ে মোদি সরকার যখন উদ্বাহু নৃত্য করছে, তখন ভিয়েতনামে গিয়ে বৈঠকের বিষয় নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেন, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনার সময় তিনি ভারতে মানবাধিকার রক্ষা, সুশীল সমাজের ভূমিকা এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করেছেন। সেখানে এক সাংবাদিক সম্মেলনে বাইডেন আরও বলেন, আমি সব সময় যা করি, এবারেও তা করেছি। মানবাধিকারকে সম্মান করা, সুশীল ও বুদ্ধিজীবী সমাজের ভূমিকাকে গুরুত্ব দেওয়া এবং মুক্ত মতপ্রকাশের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়ার কথা তুলেছি। শক্তিশালী এবং সমৃদ্ধশালী দেশ গঠনে এগুলির গুরুত্বের কথা মোদিকে বলেছেন বাইডেন।
বাইডেনের এই মন্তব্যের পরেই দেশে বিতর্কের হাওয়া জোরালো হয়েছে। বিশেষত কংগ্রেস আদাজল খেয়ে মোদির সমালোচনায় নেমে পড়েছে ইন্ডিয়া জোটের প্রধান শরিক দল। দলের নেতা জয়রাম রমেশ এক্স-বার্তায় লিখেছেন, না প্রেস কনফারেন্স করুঙ্গা, না করনে দুঙ্গার কোনও প্রভাব পড়ল না। রমেশ লিখেছেন, ভিয়েতনামে বাইডেন যা বলেছেন একই কথা মোদির মুখের উপরেও বলেছেন। রমেশ আগেই অভিযোগ তুলেছিলেন, বাইডেনের প্রতিনিধিদলের কাউকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হয়নি। একান্ত বৈঠকের পর বাইডেন কিংবা মোদি কেউই প্রেসের মুখোমুখি হননি। কারণ ভারত সরকার সেই অনুমতি দেয়নি। কিন্তু বাইডেন ভিয়েতনামে গিয়ে সাংবাদিকদের যা বলেছেন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তাঁর কথাতেই ফুটে উঠেছে মোদির কায়দায় কী গণতন্ত্র চলছে এখানে।
আরও পড়ুন: স্পেনে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে মমতা
দেশের তামাম বিরোধী দল ও সুশীল সমাজের মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ, এখানে সংখ্যালঘু বিশেষত মুসলিমরা আক্রান্ত হচ্ছে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই তা চলছে। উল্লেখ্য, গত মে মাসে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমের তালিকায় ভারত ১১ ধাপ নেমে গিয়েছে। ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৬১তে।