ওয়াশিংটন: জো বাইডেন (Joe Biden) পাগল হয়ে গিয়েছে। আমেরিকাকে (US) তৃতীয় বিশ্বযুদ্ধের (World War) মুখে দাঁড় করাবেন। এমনই মন্তব্য করে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) আক্রমণ করলেন তাঁর উত্তরসূরী জো বাইডেনকে। বাইডেনকে বোবা, পাগল বলেও অভিহিত করেন তিনি। একটি ভিডিও বার্তায় শোনা গিয়েছে ট্রাম্পের ওই বক্তব্য। তিনি বলেছেন, দেশকে নরকে নিয়ে যাচ্ছেন বাইডেন। উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য লড়ছেন। ট্রাম্প ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রের জন্য আদালতের বিচারে জড়িয়ে পড়েছেন।
এর আগে নির্বাচনের ফলাফল জালিয়াতি করার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালে জর্জিয়ায় ভোটের ফল ওলটপালট করে দেওয়ার চেষ্টা করেছিলেন ট্রাম্প, এমনটাই অভিযাগ ছিল তাঁর বিরুদ্ধে। ওই মামলায় বৃহস্পতিবার তিনি জর্জিয়ার ফুলটন কারাগারে আত্মসমর্পণ করেন। তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। যদিও গ্রেফতারির পরে ২ লক্ষ মার্কিন ডলারের ব্যক্তিগত বন্ডের বিনিময়ে এবং একাধিক শর্তসাপেক্ষে জামিন পেয়ে গিয়েছেন ট্রাম্প। সেসব শর্তের অন্যতম হল, এই মামলার কোনও সাক্ষীকে কোনও ভয় দেখানো যাবে না। কারাগারে ট্রাম্পকে মিনিট কুড়ি কাটাতে হয়েছিল। এর পর তিনি কারাগার থেকে বেরিয়ে যান।
আরও পড়ুন: বন্ধুত্বের হাত বাড়িয়ে সিঙ্গাপুরকে চাল দিচ্ছে ভারত
অন্যদিকে, তিনি আমেরিকায় (US) ক্ষমতায় এলে এক লহমায় রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন বলে দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আমেরিকার প্রাক্তন এই প্রেসিডেন্ট (President) আগামী নির্বাচনে (Election) ফের প্রেসিডেন্ট পদপ্রার্থী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে (Interview) তিনি এই দাবি করেছেন। তাঁর দাবির স্বপক্ষে টোটকা হচ্ছে, দুই দেশের রাষ্ট্রনেতার সঙ্গেই তাঁর ভালো সম্পর্ক। সেটিকেই মধ্যস্থতা করতে কাজে লাগাবেন তিনি। এই জন্য তিনি ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করতে পারবেন। একটি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) খুব ভালো জানি। আমি জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy) খুব ভালো করে জানি। দুজনের সঙ্গেই আমার খুব ভালো সম্পর্ক।