জ্ঞানেশ্বরী কাণ্ডে জটিলতা কাটাতে এবার ধৃত অমৃতাভ চৌধুরীর অসিফিকেশন পরীক্ষা করা হবে৷ সিবিআইয়ের তরফে ডিএনএ টেস্টের পর অসিফিকেশন টেস্ট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
গতকাল সোমবার অমৃতাভ ডিএনএ টেস্টের জন্য আদালতে আবেদন জানানো হয়৷ সেই আবেদন গৃহীতও হয়। কিন্তু অমৃতাভের বয়স নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। অসিফিকেশন টেস্টের মাধ্যমে হাড়ের গঠন দেখে বয়স নির্ধারণ করা যায়। তাই তড়িঘড়ি অসিফিকেশন টেস্ট করানোর সিদ্ধান্ত৷ সিবিআই সূত্রে খবর, দু’একদিনের মধ্যেই অমৃতাভের ডিএনএ টেস্ট হবে। নমুনা সংগ্রহের পর তা হায়দরাবাদ বা গুয়াহাটি পাঠানো হবে।
সিবিআই জানতে পেরেছে, মৃত অমৃতাভ ইঞ্জিনিয়ার ছিলেন। অফিসারদের সন্দেহ, এই ব্যক্তি অমৃতাভ সেজে রয়েছেন। এ কারণে এই ব্যক্তি যে কলেজ থেকে বি-টেক করেছেন বলে দাবি করেছেন, সেখান থেকে তাঁর পুরনো ছবি সংগ্রহ করা হচ্ছে। নেওয়া হচ্ছে মার্কশিট ও অন্যান্য খুঁটিনাটি। তাঁর সহপাঠীদেরও ডাকা হচ্ছে। যাঁদের সামনে এই অমৃতাভকে বসানো হবে। তিনি তাঁদের সঙ্গে পড়েছিলেন কি না, তা যাচাই করা হবে। এমনকী তাঁর স্কুল থেকেও তথ্য জোগাড় করা হচ্ছে। অমৃতাভর হাতের লেখার নমুনা জোগাড় করা হচ্ছে কলেজ থেকে। তদন্তকারী অফিসাররা এখনও নিশ্চিত নন, এই ব্যক্তি আসল অমৃতাভ কি না।