হলদিয়া: মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগেই পূর্ব মেদিনীপুর জেলার শিল্পতালুক হলদিয়া সফরে রাজ্যপাল জগদীপ ধনখড়। বুধবার শিল্প ও বন্দর শহরে একগুচ্ছ কর্মসূচী রয়েছে তাঁর। পরিদর্শন করবেন হলদিয়া ডক, হলদিয়া পেট্রোকেমিক্যালস সহ একাধিক সংস্থা। চলতি মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলা সফরে আসতে পারেন। জেলা সফরে এসে প্রশাসনিক বৈঠক ছাড়াও দিঘায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। তবে মুখ্যমন্ত্রীর আসার আগেই পূর্ব মেদিনীপুর জেলা সফর সেরে নিচ্ছেন রাজ্যপাল।
নিজের সফর সম্পর্কে মঙ্গলবার রাতেই টুইট করে জানিয়েছিলেন রাজ্যপাল। তারপরই এই সফর ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শিল্প শহরকে৷ এদিন সকালে সস্ত্রীক হলদিয়া পৌঁছন তিনি। সকাল সাড়ে দশটা নাগাদ বন্দরের পোর্ট হাউসের অতিথিশালায় তাঁকে গার্ড অফ অনার দেন সিআইএসএফের জওয়ানরা।
রাজ্যপালকে গার্ড অফ অনার দিচ্ছেন সিআইএসএফের জওয়ানরা। বুধবার। নিজস্ব চিত্র।
এক ঘন্টা ভিজিটের পর হলদিয়া পেট্রোকেমিক্যালস পরিদর্শনে যাবেন তিনি। সেখানেও এক ঘণ্টার সূচি রয়েছে৷ সেখান থেকেই দুপুরে ফিরবেন বন্দরের গেস্ট হাউসে৷ মধ্যাহ্ন ভোজনের পর সেখানেই শিল্প সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।ওই বৈঠকের পর আইওসি-র রিফাইনারির নির্মীয়মান নতুন প্লান্ট ঘুরে দেখবেন তিনি। সেখান থেকে যাবেন চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমে৷ আশ্রমের একটি প্রকল্পের সূচনা করার কথা রাজ্যপালের৷
হলদিয়া সফরে সস্ত্রীক রাজ্যপাল। বুধবার। নিজস্ব চিত্র।
রাজ্যপাল জগদীপ ধনখড়ের জেলা সফর ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আচমকা কেন এই সফর, তা নিয়ে উঠছে প্রশ্ন।