উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের (Subiresh Bhattarcharya) গ্রেফতারের ঘটনাকে উত্তরবঙ্গের লজ্জা বলে বর্ণনা করলেন প্রবীণ সিপিএম নেতা এবং শিলিগুড়ির প্রাক্তন মেয়র (Siliguri Ex Mayor) অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। সোমবার তিনি বলেন, আমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, যে সব ছাত্র দেশ বিদেশে ছড়িয়ে আছেন, তাঁরা মুখ দেখাব কেমন করে। লোকে তো আমাদের দেখে ব্যঙ্গ করবে। তিনি বলেন, একজন উপাচার্য দুর্নীতির দায়ে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন। এটা ভাবা যায়?
সিপিএম নেতা বলেন, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান থাকাকালীন সুবীরেশ দুর্নীতিতে জড়িয়েছেন। তা জানার পরেও কেন তাঁকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হল, এর জবাব নুখ্যমন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রীকে দিতে হবে। তাঁর অভিযোগ, সুবীরেশের দুর্নীতির পিছনে মুখ্যমন্ত্রী-সহ শাসকদলের অনেক নেতা-মন্ত্রীর মদত আছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়ারাই বা লোকের কাছে মুখ দেখাবেন কেমন করে।
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের টিচার্স কাউন্সিলের সভাপতি প্রণব বিশ্বাস বলেন, লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে গেল। উপাচার্য হওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা থাকা উচিত, তা সুবীরেশ ভট্টাচার্যের নেই। মাত্র দেড়খানা প্রকাশন নিয়ে তিনি উপাচার্যের পদে বসে পড়েছেন। তাঁর প্রশ্ন, সরকার কেন এরকম একটি অযোগ্য লোককে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে বসাল। উত্তরবঙ্গের মানুষের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্যই কি এই কাজ করা হল?
সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, আজ গোটা বাংলার লজ্জা। আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হয়েছেন। আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গ্রেফতার হলেন। তৃণমূল সরকার লুটেপুটে খেয়েছে। আমাদের দাবি, দুর্নীতিতে যুক্ত সকলকে গ্রেফতার করতে হবে। কাউকে ছেড়ে দিলে হবে না।