ওয়াশিংটন: আফগানিস্তান থেকে সেনা সরানো একদম সঠিক সিদ্ধান্ত বলে জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কাবুল থেকে মার্কিন সেনা সরানোর বিষয়টি নিয়ে ঘরে-বাইরে বিতর্কের মুখে পড়েছেন প্রেসিডেন্ট। এ রকম পরিস্থিতিতে হোয়াইট হাউজ যে, কোনও অবস্থাতেই পিছু হটছে না, তা বাইডেনের কথায় পরিস্কার।
৩১ অগস্ট আফগানিস্তান থেকে সমস্ত সেনা সরিয়ে নিয়েছে আমেরিকা। এরপর জাতির উদ্দেশে ভাষণ রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তাঁর বক্তব্য, ‘আমেরিকার জন্য এটা একদম সঠিক সিদ্ধান্ত। খুব বুদ্ধিমানের মত কাজ করেছে আমেরিকা। দীর্ঘ ২০ বছর ধরে মার্কিন সেনা ছিল আফগানিস্তানে। আফগানদের পাশে। সেখানকার সেনাদের আধুনিক অস্ত্র শিক্ষা দিয়েছে, জীবনযাত্রা উন্নত করেছে। এই যুদ্ধে মার্কিনরা হারিয়েছে বহু সেনা, তাঁদের প্রিয়জনকে। কিন্তু তারপরও শুনতে হয়েছে আমেরিকা শান্তি চায় না। আফগানিস্তানে কীভাবে নিজের জীবন বিপন্ন করে সেনারা লড়াই চালিয়ে গেছে সেটা আমেরিকার মানুষ জানেন।’
I promised the American people I would end this war. Today I've honored that commitment. pic.twitter.com/nozJIBTWb7
— President Biden Archived (@POTUS46Archive) September 1, 2021
৯\১১ তে আমেরিকার ট্রেড সেন্টারে হামলার পরই আফগানিস্তানে সেনা পাঠায় আমেরিকা। যার নাম ছিল ‘অপারেশন এনডিওরিং ফ্রিডম’। আফগানিস্তানে সেনা পাঠানোর পর বাইডেন আমেরিকার চতুর্থতম প্রেসিডেন্ট। বাইডেন বলে, ‘আমি প্রেসিডেন্ট পদ প্রার্থী হওয়ার সময়েই বলেছিলাম ক্ষমতায় এলে সেনা প্রত্যাহার করে নেব। আমেরিকানদের কথা ভেবে সেই কথা রেখেছি। যদিও আগেই আমেরিকার তরফে জানানো হয়েছে সেনা সরালেও আফগানদের সুবিধা, অসুবিধায় আমেরিকার বিভিন্ন এনজিও পাশে থাকবে।’
আরও পড়ুন: নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক, পানাগড় যাচ্ছেন না মুখ্যসচিব
মার্কিন সেনা সরতেই খুশির মেজাজে তালিবানরা। প্রকাশিত হয়েছে তাঁদের বিজয়োল্লাসের ছবি। আগামী সপ্তাহের মধ্যেই সরকার গঠন করে ফেলতে চাইছে তালিবান।
আরও পড়ুন: কন্দাহারে হেলিকপ্টার থেকে ঝুলছে মানুষ, ভাইরাল নৃশংসতার ছবি