জেরুজালেম: বাচ্চাটির ৫০ শতাংশ বাঁচার আশা ছিল। একটি টিম লড়েছিল বাচ্চাটিকে বাঁচানোর জন্যে। বিরল অস্ত্রোপচার করে তাতে সাফল্য এসেছে। কী হয়েছিল ? রাস্তায় সাইকেল চালাচ্ছিল ছেলেটি। একটি গাড়ি এসে দ্রুতগতিতে ধাক্কা মারে ছেলেটিকে। তাতেই দেহ থেকে প্রায় আলাদা হয়ে যায় মাথা। বিরল অস্ত্রোপচার করে সুলেইমান হাসানের (Suleiman Hassan) প্রাণ বাঁচিয়ে দিলেন ইজরায়েলের (Israel) ডাক্তাররা। সুলেইমানের বাবা জানিয়েছেন, আমি যত দিন বাঁচব, ডাক্তারদের (Doctors) কৃতজ্ঞতা জানিয়ে যাব। আমার একমাত্র সন্তানের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানানোর ভাষা নেই।
ওয়েস্টব্যাঙ্কের বাসিন্দা সুলেইমান রাস্তায় সাইকেল চালাচ্ছিল। সেই সময় একটি গাড়ি এসে দ্রুত গতিতে তাকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় দেহ থেকে মাথাটি প্রায় আলাদা হয়ে যায়। দ্রুত তাকে হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় দক্ষিণ পশ্চিম জেরুজালেমের এইন কেরেমের হাদাস্সা হাসপাতালের (Hadassah Medical Center) ট্রমা কেয়ার বিভাগে। তারপরই তার অস্ত্রোপচার শুরু হয়। ডাক্তার ওহাদ আইনভ (Ohad Einav) বলেন, আমরা বাচ্চাটিকে বাঁচাতে পেরেছি তার কৃতিত্ব আমাদের জ্ঞান, বুদ্ধি ও অস্ত্রোপচার এর জন্য থাকা অত্যাধুনিক প্রযুক্তির। তা ছাড়া আমাদের এই যুদ্ধ বৃথা যেত।
গত মাসে এই জটিল অস্ত্রোপচার (Opearation) হয়। এক মাস পর্যবেক্ষণে রাখার পর সুলেইমানকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। তারপরই সাংবাদিকদের সামনে ঘটনাটি প্রকাশ্যে নিয়ে আসা হয়। ডাক্তার ওহাদ আইনভ জানিয়েছেন, অস্ত্রোপচারের পর সুলেইমানের স্নায়বিক কোনও সমস্যা নেই। কারও সাহায়্য ছাড়া সে হাঁটতে পারছে। সুলেইমানের বাবা ফের জানিয়েছেন, ওকে বাঁচিয়ে দিল ডাক্তারদের পেশাদারি দক্ষতা এবং সঠিক সময়ে সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা। আমি শুধু বলতে পারি, অসংখ্য ধন্যবাদ। সেখানকার ট্রমা ও অর্থোপেডিক টিমকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি।