ইসলামপুর: সকাল থেকে জেলায় জেলায় হিংসার ছবি অব্যহত। এদিন ভোট দিতে যাওয়ার সময় সিপিএম সমর্থকদের উপর হামলার অভিযোগ। ঘতনাটি ঘটেছে, ইসলামপুরের হেরামপুরে। গুলি-বোমার হামলায় দুই সিপিএম কর্মী গুরুতর আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, আহত কর্মীদের নাম আলী মোহমদ মন্ডল ও ইসহক মন্ডল। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন হাসপাতালে।
এদিকে ইসলামপুরের আগদিমটি খুন্তি অঞ্চলের ঝারবাড়ির ২৮ নম্বর বুথে তৃনমুল কংগ্রেসের কর্মী গুলিবিদ্ধ। জানা গিয়েছে, ভোট দিতে যাওয়ার সময় নির্দল সমর্থকেরা আক্রমণ করে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়েছেন মুজাফফর নামের বছর বাইসের এক যুবক। তাকে ইসলামপুর মহুকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও উত্তেজনা রয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী ভোটকেন্দ্র। অস্ত্র হাতে নিজেদের রক্ষার জন্য রাস্তায় নেমে পড়েছেন মানুষ।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Kolkata TV | আক্রান্ত কলকাতা টিভি, ফেলে দেওয়া হল মাইক, ছিঁড়ে ফেলা হল লোগো
এদিকে কোচবিহারেও পঞ্চায়েত ভোটে বলি এক। বোমার আঘাতে মৃত্যু হল বিজেপির পোলিং এজেন্টের। আজ সকালে ঘটনাটি ঘকালে, কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলিমারি গ্রামপঞ্চায়েতের ভোটেরহাট ৪/৩৮ নম্বর বুথ কেন্দ্রে। মৃত ব্যক্তির নাম মাধব বিশ্বাস, তিনি বিজেপির এজেন্ট ছিলেন। এই বোমাবাজির ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এমনকী বিজেপি প্রার্থীও বোমার আঘাতে জখম হন। সকলকেই নিশিগঞ্জ হাসপতালে ভর্তি করা হয়েছে।
রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন চলছে গোটা রাজ্য জুড়ে। কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের যৌথ সুরক্ষা বলয়ের মধ্যে নির্বাচন চলছে। কিন্তু সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। মালদহে খুন তৃণমূল কর্মী। মানিকচকে বালুটোলার আসিন তলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় তৃণমূল কর্মীর৷ কংগ্রেসের বিরুদ্ধে হামলা ও গুলি চালানোর অভিযোগ। আজ সকালে তৃণমূল কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম শেখ মালেক (৪০)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন। ঘটনাস্থলে পুলিশ। বালুটোলা ১৮২ নম্বর বুথের ঘটনা।