ভাঙড়: আব্বাস সিদ্দিকির ধর্মীয় জলসাকে ঘিরে রবিবার রণক্ষেত্র হয়ে ওঠে ভাঙড়৷ পুলিশের বিরুদ্ধে অনুগামীদের উপর লাঠিচার্জ এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ এনেছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সুপ্রিমো৷ আইএসএফ কর্মীরাও পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে ভোজেরহাটে রাস্তা অবরোধ করেন৷ যদিও পুলিশ সূত্রে দাবি, আইএসএফ কর্মীরা তাদের লক্ষ্য করে প্রথম ইট বৃষ্টি শুরু করেন৷ এতে পুলিশের চার কর্মী আহত হন৷ চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে৷
এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷ ঘটনার সূত্রপাত, ভোজেরহাটে একটি ফুটবল মাঠে ধর্মীয় সভার আয়োজনকে ঘিরে৷ আব্বাস অনুগামীরা ওই মাঠে ফুটবল খেলার আয়োজন করে৷ এই নিয়ে স্থানীয়দের সঙ্গে বচসায় জড়ায় আইএসএফ কর্মীরা৷ তখন বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়৷ কিন্তু অভিযোগ, পুলিশকে দেখে মারমুখী হয়ে ওঠেন আইএসএফ কর্মীরা৷ পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করেন৷ ইটের আঘাতে জখম হন চার পুলিশ কর্মী৷
সিদ্দিকির ধর্মীয় জলসা ঘিরে উত্তপ্ত ভাঙড়৷ রবিবার৷ নিজস্ব চিত্র৷
তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ৷ এমনকী জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করে৷ এতে ক্ষিপ্ত হয়ে আব্বাস অনুগামীরা ভোজেরহাটে রাস্তা অবরোধ করেন৷ অনুষ্ঠানে যোগ দিতে পুলিশের লাঠিচার্জের মুখে পড়েন আব্বাস সিদ্দিকি৷ তাঁর অভিযোগ, ভাঙড়ে ঢুকে দেখলাম পুলিশ কর্মীদের উপর লাঠিচার্জ করছে৷ কয়েকটি গাড়ির কাচ ভেঙে দেয়৷ আমাকে কটুক্তি করে৷ ইসলাম সম্পর্কে নোংরা কথা বলে৷ প্রশাসনের মুখে এমন কথা শুনে আশ্চর্য হয়ে যাই৷ পুলিশ তো শান্তিরক্ষক৷ আমার গাড়িও ভাঙচুর করতে এসেছিল৷ আমায় দেখে থেমে গিয়েছিল কিনা জানি না৷ তাঁর সংযোজন, বাংলার মুসলিমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে৷ কিন্তু হঠাৎ করে সেই মুসলমানদের ধর্মীয় জলসাতে রাজ্যের পুলিশ বাধা দিচ্ছে, এটা আমাদের আশ্চর্য লেগেছে৷
আরও পড়ুন: হিংসা ছড়ানোর অভিযোগে দেশদ্রোহ আইনে ১০২টি মামলা, কড়া নিন্দা ত্রিপুরা সিপিএমের
যদিও আব্বাসের বিরুদ্ধে বিষয়টিকে রাজনৈতিক রঙ দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল৷ নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক নেতা জানিয়েছেন, অনুমতি না নিয়ে মাঠে খেলার আয়োজন করেছিলেন আইএসএফ কর্মীরা৷ এ নিয়ে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়ায় তাঁরা৷ আইএসএফ কর্মীরাই পুলিশের উপর প্রথম হামলা করে৷ বাধ্য হয়ে পুলিশও ব্যবস্থা নেয়৷ অপরদিকে ভাঙড়ের আইএসএফ বিধায়ক কর্মীদের শান্ত থাকার আবেদন জানান৷ তবে তিনি বলেন, প্ররোচনা ছাড়া পুলিশ লাঠিচার্জ করেছে৷ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতদূর যাওয়া সম্ভব যাব৷