ইরান: বিশ্ব জুড়েই দাপট দেখাচ্ছে এবার গ্লোবাল ওয়ার্মিং। বেশ কিছু দেশের অবস্থা ভয়াবহ। যার জেরে তৈরি হয়েছে নাজেহাল পরিস্থিতি৷ এর মধ্যেই ফের একটি ভয়াবহ রূপ সামনে এল। যা আরও একবার প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল পৃথিবীর ভবিষ্যৎ। সম্প্রতি ইরানের একটি বিমান বন্দরের তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
৬৬ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা নিয়ে সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ড করেছে ইরান। দেশটির দক্ষিণাঞ্চলীয় জেলার পার্সিয়ান গালফ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই তাপমাত্রা দেখা হয়। প্রবল সর্বোচ্চ তাপমাত্রা এবং প্রচুর বায়ুমণ্ডলীয় আর্দ্রতার একসঙ্গে উপস্থিতিতে রবিবার ইরানের পারস্য উপসাগরীয় আন্তর্জাতিক বিমানবন্দরে রেকর্ড-ব্রেকিং তাপমাত্রা নথিভুক্ত হয়েছে৷
আরও পড়ুন: Bhutan | নাগরাকাটার ডায়না নদী থেকে লরি চালকের দেহ উদ্ধার
যে ভাবে জলবায়ুর পরিবর্তন হয়েই চলেছে আর তার তোয়াক্কা না করে চলছে ‘গাছ কেটে উন্নয়নের কাজ’ তা যে ক্রমশ সভ্যতার সঙ্কট হয়ে উঠছে, এ কথা আলাদ করে না বললেও চলে। এই যেমন, একাধিক আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইট বলছে, রবিবার দুপুরে সাড়ে বারোটায় মিনিটখানেকের জন্য ৬৬.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল ইরানের পারসিয়ান গাল্ফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অঞ্চলের তাপমাত্রা।