ফের মূল্যবৃদ্ধি জ্বালানি তেলের। প্রায় ১ দিন অন্তর বেড়ে চলেছে জ্বালানির দাম। যার ফলে আর কিছু দিন বাদেই ১০০ ছুঁয়ে ফেলবে পেট্রোপণ্যের দাম।
মাত্র এক দিনের ব্যবধানে বৃহস্পতিবার ফের ২৫ পয়সা বাড়ল পেট্রোলের দাম। ফলে লিটারপ্রতি পেট্রোলের দাম হয়েছে ৯৭ টাকা ৬৩ পয়সা। সেই সঙ্গে দাম বেড়েছে ডিজেলেরও। এই দিন ৭ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে লিটারপ্রতি ৯১ টাকা ১৫ পয়সা। গত মঙ্গলবার পেট্রোলের দাম লিটারপ্রতি ২৬ পয়সা বেড়ে হয়েছিল ৯৭.৩৮ টাকা। সঙ্গে সঙ্গে বেড়েছিল ডিজেলের দাম। লিটারপ্রতি ২৬ পয়সা বেড়ে হয়েছিল ৯১.০৮ টাকা। মাঝখানে ছাড় ছিল শুধু বুধবার। বৃহস্পতিবার ফের একবার পেট্রোপণ্যের দাম বাড়ল কলকাতায়। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রায় দিনই বাড়িয়ে চলেছে জ্বালানি তেলের দাম।
আরও পড়ুন : পাইকারি পণ্যের মূল্যবৃদ্ধিতে রেকর্ড
কলকাতায় এখনও পর্যন্ত ১০০’র নীচে জ্বালানির দাম থাকলেও দেশের অন্যান্য শহর, মুম্বই, চেন্নাই, দিল্লিতে তিন অংকের সংখ্যা ছুঁয়ে ফেলেছে পেট্রোপণ্যের দাম। এক দিকে করোনা পরিস্থিতি, আর অন্য দিকে তেলের মূল্য বৃদ্ধি। এই সব কিছুর জন্য কেন্দ্রকে নিশানা করেছেন অর্থনীতিবিদদের একাংশ। তাঁরা বলছেন, এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের উচিৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। কারণ জ্বালানি তেলের দামের সঙ্গে বাজারের অন্য পণ্য দ্রব্যের দামের হেরফের হয়। করোনা প্রবাহের মধ্যে কাজ হারিয়েছেন অনেকে। সেই মুহূর্তে নিত্য প্রয়োজনীয় পণ্যের এই মূল্য বৃদ্ধি, এই সব কিছুর জন্য অনেকটাই দায়ী জ্বালানির দাম বৃদ্ধি। যে কারণে কেন্দ্রকে এই জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন অর্থনীতিবিদরা।