কলকাতা : রানীনগর ২ (Raninagar 2) এর পঞ্চায়েত সমিতির (Panchayat Samiti) স্থায়ী সমিতি গঠনের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের। আদালত সূত্রে খবর, ডোমকলের এসডিওকে নির্দেশ গঠন সংগঠিত হলে ২০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর হবে না। আদালতের পরবর্তী নির্দেশের ওপর নির্ভর করবে রানীনগর ২ এর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন। পরবর্তী শুনানি ১৪ সেপ্টেম্বর।
এদিকে রানীনগর ২ পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠন নিয়ে কড়া সতর্ক ছিল পুলিশ। ওই এলাকায় ২০০ মিটার জুড়ে ১৪৪ করা হয়। বেলা ১২ থেকে শুরু হওয়ার কথা ছিল স্থায়ী সমিতি গঠন। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে স্থায়ী সমিতি গঠন করার কথা ছিল তৃণমূল কংগ্রেসের। রানিনগরে পঞ্চায়েতের বোর্ড গঠনে বাধা। আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস। পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রায় ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি। মামলা দায়েরের অনুমতি দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
আরও পড়ুন: মন্দারমণিতে তরুণীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য
উল্লেখ্য, রানীনগর পঞ্চায়েত সমিতির মোট আসন ২৭ জন। তাঁদের মধ্যে তৃণমূলের আসন ছিল ১৩ টি এবং বাম- কংগ্রেসের আসন ১৪ টি। রবিবার ওই পঞ্চায়েত সমিতির দুজন কংগ্রেস সদস্য দল ছেড়ে তৃণমূলের যোগ দেওয়ায় রানীনগর ২ পঞ্চায়েত সমিতি দখল করতে চলেছে তৃণমূল। ওই পঞ্চায়েত সমিতির দুই কংগ্রেস সদস্য স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত শুক্রবার রানীনগর থানা ভাঙচুরের অভিযোগ ওঠে কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে। ওই ঘটনায় কংগ্রেসের মোট ৩৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। সেই ভাঙচুরের ঘটনায় দায়ী অধীর চৌধুরী বলে দাবি করেছেন জেলা তৃণমূল সভাপতি শাওনি সিংহ রায়।