ওভাল: পাঁচ দশক পর ওভালে ঐতিহাসিক জয়, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এগিয়ে রইল বিরাটরা৷ ওভালের শেষ দিন ভারতের ভাগ্য ছিল বোলারদের হাতে। হতাশ করলেন না বুমরা, শার্দূলরা। কোহলির অধিনায়কত্বে ৫০ বছরের অপেক্ষার অবসান। ওভালে চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ১৫৭ রানে হারাল ভারত। সিরিজে ২-১-এ এগিয় গলেন রোহিত শর্মারা।
4th Test. It's all over! India won by 157 runs https://t.co/OOZebPnBZU #ENGvIND
— BCCI (@BCCI) September 6, 2021
বিস্তারিত জানতে পড়ুন- একাত্তরের পর ২১, রুটদের ১৫৭ রানে হারিয়ে ওভালে বিরাট শাসন