সিঙ্গাপুর: মাউন্ট এভারেস্টে (Mount Everest) পৌঁছনোর পর নিখোঁজ ভারতীয় বংশোদ্ভূত। তাঁর স্ত্রী সাহায্যের জন্য প্রশাসনের কাছে আকুতি জানাচ্ছেন। যাতে দ্রুত উদ্ধার কাজ চালানো হয় সেজন্য দরবার করছেন তিনি। এই বিষয়ে নেট মাধ্যমে প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। বেশি সংখ্য মানুষ ওই উদ্ধার কাজের জন্য দরবার করলে দ্রুত উদ্ধার সম্ভব হবে বলে তিনি আশাবাদী। নিখোঁজ ওই ব্যক্তির স্ত্রী সঙ্গীত শিল্পী সুষমা সোমা (Sushma Soma) জানিয়েছেন, তাঁর স্বামী শ্রীনিবাস সাইনিস দত্তাত্রেয় (Shrinivas Sainis Dattatraya) নেপালে (Nepal) মাউন্ট এভারেস্টে পৌঁছনোর পর থেকে নিখোঁজ। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তিনি লিখেছেন, আপনাদের আমার খুব দরকার। এভারেস্টে আমার স্বামী নিখোঁজ (Missing)। দ্রুত যাতে উদ্ধার কাজ চলে সেজন্য চেষ্টা করছি। পিটিশনে সই করে সর্বত্র ছড়িয়ে দিন। এই বলে তিনি লিঙ্ক দিয়েছেন। তাতে লিখেছেন প্লিজ আমাকে সাহায্য করুন। আমার অন্ততপক্ষে ১০ হাজার সই দরকার।
দত্তাত্রেয়র আত্মীয় দিব্যা ভরতকে (Divya Bharath) দিয়ে এই সই সংগ্রহ শুরু হয়েছে। গত মাসে দত্তাত্রেয় সিঙ্গাপুর থেকে নেপাল যান মাউন্ট এভারেস্টে যাওয়ার উদ্দেশ্যে। সিঙ্গাপুরে থাকলেও আদতে এই পরিবার চেন্নাইয়ের। ওই সুষমা সোমা একজন পুরস্কার প্রাপ্ত শিল্পী। তাঁর কাতর এই আবেদনে সাড়া পড়েছে প্রচুর।
আরও পড়ুন: Abhishek vs Dilip | ‘দু’দিন বিশ্রাম পেলেন, সিবিআইকে ধন্যবাদ দিন’, অভিষেককে তোপ দিলীপের
পিটিশনে দিব্যা লিখেছেন, মনে করা হচ্ছে ফিরে আসার সময় ফ্রস্টবাইটে ও উচ্চতাজনিত অসুস্থতাতে আক্রান্ত হন দত্তাত্রেয়। যা তাঁকে গ্রুপের বাকিদের থেকে আলাদা করে দেয়। তিব্বতের দিকে ৮ হাজার মিটার উচ্চতায় ওই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। শনিবার সকালে শেরপাদের একটি টিম তল্লাশি অভিযান শুরু করে। পরিবার জানতে পেরেছে শুক্রবার বেলা সাড়ে তিনটে পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ ছিল। তারপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। ৩৬ বছরের সঙ্গীত শিল্পী সোমা বলেন, স্যাটেলাইট ফোনের মাধ্যমে দত্তাত্রেয় জানিয়েছিলেন, সেরিব্রাল এডেমাতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। শনিবার রাত দুটোর সময় তিনি জানতে পারেন, তাঁর স্বামীর সঙ্গে যে দুজন শেরপা ছিলেন তাঁরা পর্বত থেকে নামতে পেরেছেন। কিন্তু তাঁর স্বামী পারেননি। সোমা আরও জানিয়েছেন, তল্লাশি অভিযান ও উদ্ধার কাজ চলছে। তিনি আশাবাদী এরপর সংশ্লিষ্ট সবাই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়বেন। তাঁর স্বামীকে উদ্ধার করা সম্ভব হবে।