লন্ডন: ভারতীয় বংশোদ্ভূত (Indian Origin) চিকিৎসকের (Doctor) জেল হল। অভিযোগ, তিনি শিশু পর্নোগ্রাফি চক্র চলাতে সাহায্য করেছেন। ডার্ক ওয়েবে তা চালানো হচ্ছিল। দ্য অ্যানেক্স নামে ওই ওয়েবে মডারেটর হিসেবে কাজ করতেন চিকিৎসক কবীর গর্গ (Kabir Garg)। বিশ্বজুড়ে যার ৯০ হাজারের বেশি সদস্য রয়েছে। সেখানে শিশুদের (Child Pornography) অপব্যবহারের ১০০-র বেশি লিঙ্ক শেয়ার করা হত।
৩৩ বছর বয়সী লন্ডনের ওই মনোরোগ বিশেষজ্ঞকে ছয় বছরের জন্য জেলে পাঠানো হল। উলউইচ ক্রাউন কোর্টে শুক্রবার তাঁকে ওই শাস্তি দেওয়া হয়েছে। ন্যাশনাল ক্রাইম এজেন্সির (National Crime Agency) পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়েছে। গর্গকে এবছর জানুয়ারি মাসে দোষী সাব্যস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে ৮টি অভিযোগ আনা হয়েছিল। শিশুদের অশোভনীয় ছবি ছড়ানো, নিষিদ্ধ ছবি সঙ্গে রাখার মতো অভিযোগও ছিল। ২০২২ সালে নভেম্বর মাসে লেউয়িশামে ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
অ্যানেক্স ওয়েবের ৩০ জন অ্যাডমিনিস্ট্রেটর ছিল। বিভিন্ন শিফটে তাঁরা কাজ করতেন। টর নামে ডার্ক ওয়েব (Dark Web) ব্যবহার করে সদস্যরা ওয়েবে ঢুকত। যার ১.৪ মিলিয়ন আন্তর্জাতিক ব্যবহারকারী রয়েছে। তার মধ্যে ৪০ শতাংশ শিশুদের যৌন অপব্যবহার (Sex Offenders) জনিত বিষয় রয়েছে। গর্গ কোনও সদস্য নিয়ম না মানলে তাঁকে সরিয়ে ফেলতে পারতেন। নিয়ম প্রচলনের দায়িত্বও ছিল তাঁর কাঁধে। সেখানে শিশুদের হেনস্তার বিষয় শেয়ার করতে উৎসাহ দিতেন।
ডার্ক ওয়েবকে ব্যবহার করে শিশুদের বিরুদ্ধে হওয়া বিভিন্ন অপরাধের ঘটনা শেয়ার করতেন। আলোচনা করতেন। দৈনিক পরিচালনায় যুক্ত ছিলেন। তাঁর ডিভাইস থেকে চ্যাট লগ উদ্ধার করেছেন তদন্তকারীরা। সেখানে গর্গের অ্যাকাউন্ট থেকে পাঠানো ফাইল, চ্যাট, মেসেজ পাওয়া গিয়েছে। সেখানে পরিষ্কার শিশুদের যৌনতা নিয়ে তাঁর আগ্রহের বিষয়টি। প্রায় ৭০০০ শিশুদের যৌন অপব্যবহারের ছবি, ভিডিও উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে খবর, একজন মনোচিকিৎসক হিসেবে গর্গ জানত, শিশুদের অপব্যবহারে তাদের মানসিকতায় কীরকম খারাপ প্রভাব ফেলে। তারপরেও সে এই কাজ করত। তার ল্যাপটপ থেকে বিভিন্ন জার্নাল উদ্ধার হয়েছে। তাতে পরিষ্কার তিনি জানতেন শিশুদের উপর যৌন হেনস্থায় কী প্রভাব পড়ে।