প্যারিস: ফ্রান্সের জাতীয় দিবসে (French National Day Parade) ভারতীয় যুদ্ধ বিমানও অংশ নেবে। সেখানে অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত সেখানে সামরিক টিম পাঠাবে। ১৪ জুলাই বাস্তিল দিবসে (Bastille Day) ফ্রান্সের জাতীয় মিলিটারি প্যারেড হয় ওই দিন। ওই পরিদর্শন ফ্রান্স ও ভারতের কৌশলগত পার্টনারশিপের ২৫ বছর পূর্তি হবে। ফ্লাইপাস্টে যোগ দেওয়ার জন্য ভারতীয় বায়ু সেনা সেখানে যুদ্ধ বিমান পাঠাবে।
জানা গিয়েছে, ফ্রান্সের বায়ু সেনা পরিকল্পনা করছে প্যারেডে রাফালে কমব্যাট এয়ারক্রাফ্টকে রাখতে। যা এখন ভারতের হাতেও রয়েছে। ভারত থেকে সেখানে জাগুয়ার ফ্লিট পাঠাতে পারে। ১৯৮০ সালে যা ভারতীয় বায়ুসেনায় যুক্ত হয়েছিল। এর আগে ২০১৬ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোয়েস হল্যান্দে প্রজাতন্ত্র দিবসে যখন ভারতে এসেছিলেন তখন তাঁরাও সামরিক টিম পাঠিয়েছিলেন। সেখানে ৫৬ জনের টিম ছিল। সেখানকার সপ্তম আর্মার্ড ব্রিগেডের ৩৫তম ইনফ্য়ান্ট্রি রেজিমেন্ট এসেছিল। ওই সেনাবাহিনী ১৭৮১ সাল থেকে ১৭৮৪ সাল পর্যন্ত ভারতে মোতায়েন করা হয়েছিল। ওই সামরিক টিমে ৪৮ জন মিউজিশিয়ানও ছিল। সূত্রের খবর, ভারত থেকে এমন সামরিক টিম যেতে পারে যারা গত শতাব্দীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স এলাকায় যুদ্ধে অংশ নিয়েছিল।
আরও পড়ুন: Stock market Updates | ফের সর্বকালীন উচ্চতায় বাজার, খুশির হাওয়া দালাল স্ট্রিটে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফ্রান্স পরিদর্শনের সময় বহু কোটি টাকা মূল্যের রাফাল চুক্তির ঘোষণা করতে পারে। ২৬টি রাফালে মেরিন ফাইটার (Rafale-M deal ) জেট নিয়ে এই চুক্তি হতে পারে। ভারতীয় নৌ সেনা চেয়েছে ফ্রেঞ্চ রাফালে মেরিন। সূত্রের খবর, রাফালে মেরিনের শক্তি দেখে ভারতীয় নৌ সেনা মুগ্ধ। ভারতে এর মহড়া দেখে তারা। তারপরই প্রতিরক্ষা মন্ত্রককে নৌ বাহিনীর পক্ষ থেকে রাফালে মেরিন চাওয়া হয়েছে। ওই রাফালে মেরিন যুদ্ধ জাহাজ ছাড়াও সাবমেরিন ধরে ফেলতে সক্ষম।