নয়াদিল্লি: সনাতন ধর্ম নিয়ে ইন্ডিয়া জোটকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৃহস্পতিবার তিনি বলেন, সনাতন ধর্মকে খতম করতে চাইছে ইন্ডিয়া জোট। দেশকে এক হাজার বছরের পুরনো দাসত্বের রাজত্বে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। ভোটমুখী মধ্যপ্রদেশে এক জনসভায় ডিএমকের ক্রীড়া-যুবকল্যাণ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের পুত্র উদয়নিধির সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের জবাবে একথা বলেন মোদি।
প্রধানমন্ত্রী বলেন, ওরা মুম্বইতে একটি বৈঠক করেছিল। আমার বিশ্বাস ওখানে ওরা ঔদ্ধত্য ও অহঙ্কারী জোট চালানোর নীতি-কৌশল নিয়েছে। এছাড়াও গোপন বেশ কিছু এজেন্ডাও নিশ্চই নিয়েছে। সেটা কী! সেটা হল ভারতের সংস্কৃতির উপর আঘাত হানা। দেশের মানুষের বিশ্বাস ও জ্ঞান, ধর্মকে আঘাত করা। মূল্যবোধ এবং ঐতিহ্য-পরম্পরা যা হাজার হাজার বছর ধরে গড়ে উঠেছে তা শেষ করে দেওয়া, বলেন মোদি।
ভারতে মহাপুরুষদের সঙ্গে সনাতন সংস্কৃতির যোগসূত্র টেনে মোদি বলেন, এই জোট ঠিক করে ফেলেছে যে তারা দেবী অহল্যাবাই হোলকার অনুপ্রাণিত সংস্কৃতি ও ঐতিহ্যকে ধ্বংস করে দেবে। সনাতনী ধর্মের শক্তি হলেন ঝাঁসির রানি লক্ষ্মীবাই। যিনি ব্রিটিশদের মুখের উপর বলেছিলেন বিনা যুদ্ধে ঝাঁসির দখল করতে দেব না।
মোদি আরও বলেন, মহাত্মা গান্ধী পর্যন্ত সনাতন ধর্মকে তাঁর জীবনের পাথেয় মনে করতেন। গোটা জীবন তিনি রামের পদাঙ্ক অনুসরণ করেছিলেন। তাঁর শেষ বাক্যটিও ছিল হে রাম। স্বামী বিবেকানন্দ, লোকমান্য তিলকও সনাতন ধর্মের দ্বারা অনুপ্রাণিত ছিলেন। এটা সেই সংস্কৃতি, যার জন্য স্বাধীনতা সংগ্রামীরা ব্রিটিশদের ফাঁসিকাঠে উঠতে ভয় পেতেন না। তাঁরাও স্বপ্ন দেখতেন, ভারত মায়ের কোলেই যেন ফের জন্ম নেন।
মোদি বিরোধীদের তির হেনে বলেন, যত দিন এগিয়ে আসবে ততই ওদের এই আক্রমণ বাড়বে। প্রতিটি সনাতনী মানুষ, এই দেশকে ভালোবাসেন এমন প্রতিটি মানুষ, যাঁরা দেশের মানুষকে ভালোবাসেন, আমাদের মতো এমন সমস্ত মানুষকে সতর্ক থাকতে হবে। ওরা সনাতনী ধর্মকে শেষ করে হাজার বছরের পুরনো দাসত্বের যুগে ফিরিয়ে নিয়ে যেতে চায়। আমাদের এরকম শক্তিকে প্রতিরোধ করতে হবে। আমাদের দল ও সংগঠনের যা শক্তি, তাতে ওরা এই যুদ্ধে জয় পাবে না। ওদের কৌশল ব্যর্থ হবেই, দাবি মোদির।