নয়াদিল্লি: এখন অত্যাধুনিক ড্রোনই (Drone) যুদ্ধের অন্যতম প্রধান অস্ত্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধেও ড্রোনের ব্যবহার লক্ষ্য করা গিয়েছে। সেই নিরিখে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা আরও বৃদ্ধি পেতে চলেছে। ভারত আমেরিকার তৈরি অত্যাধুনিক প্রিডেটর ড্রোন পেতে চলেছে। যা ভারতের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ স্তম্ভ হতে চলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Defence Minister Rajnath Singh) নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (The Defence Acquisition Council) এর অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার এই অনুমোদন দেওয়া হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়ার পর নিরাপত্তা জনিত ক্যাবিনেট কমিটি এর অনুমোদন দেবে।
এই প্রিডেটর ড্রোন আমেরিকার জেনারেল অ্যাটোনমিকস (General Atomics of the US) তৈরি করেছে। তালিবান (Taliban) ও আইসিস জঙ্গীদের (ISIS terrorists) বিরুদ্ধে কার্যকারিতায় এই ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অনেক উঁচুতে উড়তে সক্ষম এই ড্রোনে (The high-altitude long-endurance drones) মিসাইল রয়েছে। সঠিকভাবে নিশানাতে যার জুড়ি মেলা ভার। সীমান্ত এলাকায় অনেক দূর থেকে নজরদারি চালাতে সক্ষম হওয়া যাবে এই ড্রোনের ফলে। নৌবাহিনীর (Indian Navy) জন্য এরকম ১৫টি ড্রোন কেনা হচ্ছে বলে জানা গিয়েছে। তিন বাহিনীর জন্য এই ড্রোন দেওয়া হবে।
আরও পড়ুন: CoWin | কোউইন অ্যাপ থেকেই ফাঁস ব্যক্তিগত তথ্য! পুলিশে অভিযোগ ডেরেকের
দ্য এমকিউ৯বি সি গার্ডিয়ান ড্রোনস (the MQ-9B SeaGuardian drones) আমেরিকার এনার্জি ও ডিফেন্স কোম্পানি (American energy and defence company) তৈরি করে। লিজে নেওয়া দুটি প্রিডেটর ড্রোন এই মুহূর্তে ভারতে রয়েছে। আমেরিকার ফার্ম থেকে লিজে নেওয়া হয়েছে আগেই। ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারির জন্য ওই ড্রোন ব্যবহার করা হচ্ছে। সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi’s visit) আগামী আমেরিকা সফরের আগে এই বিষয়ে অগ্রগতি চাইছে আমেরিকা প্রশাসন। তাঁরা একথা ভারত সরকারকে জানিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জুন মাসের ২১ থেকে ২৪ তারিখ আমেরিকা সফরে যাবেন। হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে অভ্যর্থনা জানাবেন।