নয়াদিল্লি: দেশের কোভিড গ্রাফ নিয়ে ফের বাড়ছে উদ্বেগ। এই নিয়ে টানা চারদিন বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। তবে অ্যাকটিভ কেস বাড়লেও গত ২৪ ঘণ্টায় সামান্য কমল সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১ হাজার ৬৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ১৬ লক্ষ ১৩ হাজার ৯৯৩।
আরও পড়ুন: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে এফআইআর মিজোরাম পুলিশের
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৯৩ জনের৷ এই সংখ্যাটা আগের দিনের থেকে কিছুটা বেশি। করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৩ হাজার ৮১০৷ দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭ হাজার ২৯১ জন৷ মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ৭ লক্ষ ৮১ হাজার ২৬৩ জন। সুস্থতার হার ৯৭.৩৭ শতাংশ।
দিন অ্যাকটিভ কেস বৃদ্ধি
২৮ জুলাই ১ হাজার ৯৭৬
২৯ জুলাই ৫ হাজার ৪৪
৩০ জুলাই ১ হাজার ৮৭০
৩১ জুলাই ৩ হাজার ৭৬৫
এক সময় দৈনিক আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ছাড়িয়ে গিয়েছিল। দাওয়াই বলতে ছিল লকডাউন আর নাইট কার্ফু। সঙ্গে কোভিড টিকাকরণ। এই তিন দাওয়াইয়ের জেরে গত দেড় মাস ধরে সংক্রমণের গতি কিছুটা নিম্নমুখী। সুস্থতার হার যেমন বাড়ছে, তেমন দৈনিক মৃত্যুও কমছে। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস রয়েছে ৪,০৮,৯২০টি৷
মাস্ক-স্যানিটাইজার-শারীরিক দূরত্বের পাশাপাশি করোনা রুখতে সবচেয়ে জরুরি হল গণ-টিকাকরণ। আপাতত দেশজুড়ে টিকাকরণেই জোর দিচ্ছে সরকার। ইতিমধ্যেই দেশের ৪৬ কোটি ১৫ লক্ষ ১৮ হাজার ৪৭৯ জনকে টিকা দেওয়া হয়েছে। গত ৪০ দিন যাবত দেশে দৈনিক পজিটিভিটি রেট ৩ শতাংশের কম।
আরও পড়ুন: সাতসকালে কাশ্মীরে এনকাউন্টার, খতম ২ জঙ্গি
গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ১৭ লক্ষ ৭৬ হাজার ৫১৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টার মোট করোনা পরীক্ষার ২.৩৪ শতাংশ রিপোর্ট পজিটিভ এসেছে। এ পর্যন্ত দেশে ৪৬ কোটি ৬৪ লক্ষ ২৭ হাজার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশের অধিকাংশ রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও মহারাষ্ট্র, কেরলের পরিস্থিতি নিয়ে চিন্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।