কাঠমান্ডু: ভারত তার প্রতিবেশী (Neighbour) দেশ নেপালের (Nepal) উন্নয়নের (Develomnet) জন্য সর্বদা সচেষ্ট। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে নেপালের উন্নতির জন্য বরাবরই ভারত সাহায্য করে এসেছে। ফের সহযোগিতার (Co Operation) হাত বাড়িয়ে দিল ভারত (India)। ভারত সরকারের তরফে নেপালের বিভিন্ন জেলাকে ৩৪টি অ্যাম্বুলেন্স (Ambulance) ও ৫০টি স্কুল বাস (School Bus) দেওয়া হল। ১৯৯৪ সাল থেকে এই উপহার দিয়ে আসছে ভারত। স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই উপহার দেওয়া হয়। নেপালের স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে এই উপহার দেওয়া হয়। ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব (Naveen Srivastava) সেখানকার শিক্ষামন্ত্রী অশোক কুমার রায়ের উপস্থিতিতে ওই গাড়িগুলির চাবি তুলে দেন। সেখানে মেয়র, চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। বিভিন্ন সরকারি আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত (Embassy) বলেন, এটা ভারতের দীর্ঘকালের প্রথা। নেপাল ভারত উন্নয়ন সহযোগিতামূলক কর্মসূচীর অংশ এটি। যাতে নেপালের স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে পরিকাঠামো বৃদ্ধি পায়।
আরও পড়ুন: Opposition Meet Updates | কংগ্রেসের ভরসা পেয়ে বিরোধী জোট বৈঠকে থাকার কথা জানাল কেজরির দল
নেপালের মন্ত্রী (Minister) অশোক কুমার রায় (Ashoke Kumar Rai) ভারতের এই ভূমিকার প্রশংসা করেন। নেপালে ভারত সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন। এটা ভারতের জনগণের সঙ্গে নেপালের জনগণের সংযোগ আরও বৃদ্ধি করবে। একইসঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে। হিমাল থেকে তরাই সব অঞ্চলে স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে এই সাহায়্যের জন্য ভারতের প্রশংসা করেন তিনি। ১৯৯৪ সাল থেকে ৯৭৪টি অ্যাম্বুলেন্স ও ২৩৪টি স্কুল বাস উপহার দেওয়া হয়েছে। নেপালের বিভিন্ন জেলায় তা দেওয়া হয়েছে। এটা ভারত সরকারের চলমান সহযোগিতার অংশ।