মানসিকভাবে চাঙ্গা হয়ে আবার ব্যাট হাতে নামছেন বিরাট কোহলি। দীর্ঘ রানের খরায় রয়েছেন তিনি। জাতীয় নির্বাচকরা চান, ছন্দে ফিরুক কোহলি। তাই এমন সিরিজে তাঁকে দলে রাখা হয়েছে। বড় রান পেয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠলেই, বিরাট যে ভয়ংকর হয়ে উঠবেন – তা গোটা ক্রিকেট বিশ্ব জানে। আর তাই ভারত – জিম্বাবোয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের মূল আকর্ষণ তিনিই – বিরাট কোহলি।
শক্তিশালী টিম ইন্ডিয়ার বিরুদ্ধে কতটা লড়াই দিতে পারবে জিম্বাবোয়ে? – এটাও দেখার আছে। আজ , বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম জিম্বাবোয়ের । জয় দিয়ে সিরিজ শুরু করতে চায় কেএল রাহুল আর রেগিস চাকাবাভার দল।
৩টি ম্যাচের সিরিজ। একদিকে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর একদিনের সিরিজ ও টি২০ সিরিজ জিতে আত্মবিশ্বাসের টপ গিয়ারে থাকা ভারতীয় ক্রিকেট দল। উল্টোদিকে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের পর ভারতের বিরুদ্ধেও চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত জিম্বাবোয়ে। ধারে আর ভারে জিম্বাবোয়ের থেকে টিম ইন্ডিয়া অনেকটা এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে সহজভাবে নিতে নারাজ কেএল রাহুল — শিখর ধওয়ানরা। অন্যদিকে নিজেদের সেরাটা উজার করে দিয়ে নিজেদের রেটিং বাড়াতে মরিয়া রেগিস চাকাবাভা, ইনোসেন্ট কাইয়া., সিকন্দর রাজারা।
এগিয়ে টিম ইন্ডিয়া-
প্রতিপক্ষ জিম্বাবোয়ে জেনেও এই সিরিজকে কোনওভাবেই হাল্কাভাবে নিচ্ছে না টিম ইন্ডিয়া । কারণ পরিসংখ্যান। কয়েক মাস ধরে ঘরের মাঠে ভালো ক্রিকেট খেলে চলেছে জিম্বাবোয়ে। তাই হারারেতে পৌছে সময় নষ্ট না করেই অনুশীলনে নেমে গিয়েছিল টিম ইন্ডিয়া। দলের সকলকে নিজেদের সেরাটা দেওয়ার কথা বলেছেন এই সিরিজে ভারতীয় দলের কোচ ভিভিএস লক্ষ্মণ।
https://twitter.com/imRo45_Shivii/status/1559900844493254656?t=sWh-BFD6TlCAGcTbqFg-EA&s=19
এই সিরিজে ভারতের প্রাপ্তি হল চোট ও কোভিডকে হারিয়ে দলে ফেরা – কেএল রাহুল। এশিয়া কাপের আগে এই সিরিজে নিজের সেরাটা দিয়ে ছন্দে ফিরতে মরিয়া ভারত অধিনায়ক।
https://twitter.com/yupFun1/status/1559943431547326464?t=MenANL3B0mzLn5o8iAtKag&s=19
https://twitter.com/Gujarat_titan_/status/1559504417648300032?t=xhKNgjQ2f4kLrtUNGOLKYQ&s=19
এছাড়াও শুভমন গিল, শিখর ধওয়ান, সঞ্জু স্যামসন, দীপক হুডা, ইশান কিশানরাও মুখিয়ে রয়েছে সুযোগ পেলেই তা কাজে লাগানোর জন্য।
https://twitter.com/RightGaps2/status/1559488557764739073?t=4yNUIaaadx57FwSkkvre1g&s=19
বোলিং লাইনআপেও প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব দলে নিজেদের জায়গা পাকা করার জন্য সেরাটা দিতে প্রস্তুত।
https://twitter.com/CaptainVK18/status/1559453463855366146?t=jkGF1Z49jcjuMbXnitGa6Q&s=19
বাংলার স্পিনার – অলরাউন্ডার শাহবাজ আহমেদ প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন। ভিভিএস লক্ষ্মণ খুব ভালো করে চেনেন শাহবাজকে। ভিভিএস বাংলা দলের ব্যাটিং পরামর্শদাতা হয়ে কাজ করার সময় দেখেছেন – ম্যাচ উইনার শাহবাজকে। তাই সকলের আশা , এই লেফট হ্যান্ড স্পিনার – ব্যাটার সুযোগ পাবেন এই সফলে।
https://twitter.com/ZimCricketv/status/1559546448534016000?t=1QoEm4F7toWl6Ki8VOlCbg&s=19
প্রস্তুত জিম্বাবোয়ে-
সিরিজ শুরুর আগেই জিম্বাবোয়ের ব্যাটার ইনোসেন্ট কাইয়া ভারতীয় দলকে হুঁশিয়ারী দিয়ে রেখেছেন। শুরু করে দিয়েছেন ভার্বাল ডুয়েল। আন্ডার ডগ হলেও সিরিজ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। কাই বলে রেখেছেন, ‘আমরা ২-১ ব্যবধানে সিরিজ জিতব। ভারতকে হারাতে পারব বলেই প্রস্তুতি সেরেছি। আর ব্যাক্তিগতভাবে নিজে এই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে চাই। সেঞ্চুরি করতে চাই। এই সিরিজে আমার পরিকল্পনা খুব সহজ। নিজের লক্ষ্য ঠিক করে নিয়েছি।’
এরপর কাইয়া বলেছেন,’এটা শুধু ভাল বোলিং, ব্যাটিং বা ফিল্ডিং করার বিষয় নয়। এটা লড়াকু মানসিকতা ব্যাপার। কোচ ডেভ হাউটন দলের সকলকে সব সময় ইতিবাচক ক্রিকেট খেলার কথা বলেন। আমরা ঠিক সেটাই করছি এখন। আমরা এখন ক্রিজে গিয়ে শট খেলতে একটুও ভয় পাই না। মানসিকতার পরিবর্তন আমাদের খেলাও চেহারা বদলে দিয়েছে। তাই এখন জয় পাওয়া আমাদের জন্য খুব কঠিন কিছু বিষয় নয়।’ শুধু ইনোসেন্ট কাইয়া নয় গোটা জিম্বাবোয়ে দল ভারতীয় দলের বিরুদ্ধে নামার আগে ভালো ফলের বিষয়ে আশাবাদী ও আত্মবিশ্বাসী হয়ে আছে।
https://twitter.com/Cric_beat/status/1559925084730494976?t=xKl0nu5Ok2Az0_rog6yP-g&s=19
কোথায় দেখবেন – কখন দেখবেন :
সোনি সিক্স চ্যানেলে। বেলা পৌনে একটা থেকে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে।
ছবি: সৌ টুইটার, বিসিসিআই।