ক্যালিফোর্নিয়া: খরচ কমাতে গুগলের (Google) পেরেন্ট কোম্পানি অ্যালফাবেট (Alphabet) বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই করেছে। শুধু তাই নয়, ব্যয়ের পরিমাণে লাগাম টানতে কর্মীদের দেওয়া বিনামূল্যের পরিষেবাতেও কাটছাঁট করেছে গুগল। প্রথম দফায় যখন গুগল গণছাঁটাইয়ের (Mass Layoffs) কথা ঘোষণা করেছিলেন, সেসময় সব দায় নিজের কাঁধে নিয়েছিলেন সংস্থার সিইও সুন্দর পিচাই। কিন্তু জানেন কি, ২০২২ সালে ঠিক কত টাকা পিচাইয়ের অ্যাকাউন্টে গিয়েছে?
পিচাই ২০২২ সালে গুগল অ্যালফাবেট থেকে ২২৬ মিলিয়ন মার্কিন ডলার (USD) নিয়েছেন। ভারতীয় মুদ্রায় (Indian Currency) এর পরিমাণ ১,৮৫৪ কোটি টাকারও বেশি। মার্কিন যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (Securities and Exchange Commission – SEC) পিচাই যে ফাইলিং (Filing) করেছেন আয় জানান দিয়ে, তাতে দেখা গিয়েছে, স্টক (Stocks) বাবদ ২১৮ মিলিয়ন মার্কিন ডলার গিয়েছে গুগল সিইও’র কাছে। পুরো অর্থটাই ক্ষতিপূরণ বা গচ্চা অর্থাৎ কম্পেনসেশন (Compensation) হিসেবে দেওয়া হয়েছে। যদিও বিগত তিন বছরে মাইনে (Salary) বাড়েনি পিচাইয়ের। প্রকাশিত রিপোর্ট অনুসারে, অ্যালফাবেট তাঁকে চিফ এগজিকিউটিভ অফিসারের (Chief Executive Officer – CEO) দায়িত্ব সামলানোর জন্য মোট ২ মিলিয়ন অর্থাৎ ২০ লক্ষ মার্কিন ডলার পারিশ্রমিক দেয়।
আরও পড়ুন: Elon Musk | ‘জনসংখ্যাই নিয়তি’, বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ হওয়ার পথে ভারত প্রসঙ্গে মাস্কের মন্তব্য
নতুন বছরের শুরুতেই গুগলে গণছাঁটাইয়ে কোপ পড়েছে। প্রথম দফায় চাকরি গিয়েছে ১২,০০০ কর্মীর। ২০ জানুয়ারি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করার সময় পিচাই বলেছিলেন, সারা বিশ্বের গুগলের অফিস রয়েছে, হাজার হাজার কর্মী কাজ করেন সংস্থায়। গুগল গণছাঁটাইয়ের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে মোট কর্মবলের (Total Workforce) ৬ শতাংশের বেশি কর্মী সংখ্যা কমানো হচ্ছে। সেই সময় তিনি বলেছিলেন, যে সমস্ত কর্মীদের চাকরি থেকে বরখাস্ত (Sack) করা হয়েছে, খারাপ কাজের জন্য চাকরি যায়নি। বরং কোম্পানি যে পরিমাণ লাভের কথা ভেবে যে পরিস্থিতিতে লক্ষ্য নিয়ে ছুটেছিল, তা বর্তমানে বদলেছে। সেই কারণে কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে গুগল। ইমেইল (E-mail) মারফৎ সংস্থার সকল কর্মীদের গণছাঁটায়ের বিষয়ে জানিয়েছিলেন পিচাই নিজেই।
তার পরপরই তিনি ঘোষণা করেছিলেন, তাঁর এবং সংস্থার উচ্চপদাধিকারীদের পারিশ্রমিক কমতে চলেছে। সেই বেতন কমার পর্ব ২০২৩ সাল থেকে শুরু হয়েছে ২০২২ সালের বেতনে ও বোনাসে (Salary and Bonus) কোনওরকম প্রভাব পড়েনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসারে, ভারতীয় বংশোদ্ভূত অ্যালফাবেট সিইও সুন্দর পিচাইয়ের মোট সম্পদের পরিমাণ ১৩১০ মিলিয়ন বা ১.৩১ বিলিয়ন (১৩১ কোটি) মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় তাঁর সম্পদের পরিমাণ ১০,৮১০ কোটি টাকা।